এই দিনে

| শনিবার , ২৭ মে, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

১৫৬৪ ফরাশি ধর্মসংস্কারক জাঁ কালভাঁর মৃত্যু।

১৬৭৯ ব্রিটেনে হ্যাভিয়াস কার্পাস আইন প্রবর্তিত হয়।

১৭০৩ পিটার দি গ্রেট কর্তৃক সেন্ট প্রিটার্সবুগ (লেনিনগ্রাদ) শহরের পত্তন হয়।

১৭৬৭ কলকাতায় প্রথম প্রটেস্টান্ট গির্জা নির্মিত হয়।

১৭৯৯ ফরাসি সংগীতস্রস্টা জাক ফ্রাঁসোয়া আলেভির জন্ম।

১৮১৮ নারী অধিকারের মার্কিন প্রচারক অ্যামেলিয়া ব্লুমারএর জন্ম।

১৮৪০ ইতালীয় সংগীতশিল্পী নিক্কোলো পাগানিনির মৃত্যু।

১৮৭১ ফরাসি চিত্রশিল্পী ঝর্ঝ রুয়ার জন্ম।

১৮৭৮ মার্কিন নৃত্যশিল্পী ইসাডোরা ডানকানএ জন্ম।

১৮৯৪ ফরাসি ঔপন্যাসিক লুই সেলিনএর জন্ম।

১৮৯৭ নোবেলজয়ী (১৯৫১) ব্রিটিশ পদার্থবিদ স্যার জন ডগলাস ককক্রফ্‌ট্‌এর জন্ম।

১৯০৩ প্রাবন্ধিক ও গবেষক যোগেশচন্দ্র বাগলএর জন্ম।

১৯১০ নোবেলজয়ী (১৯০৫) জার্মান জীবাণুতত্ত্ববিদ রবের্ট কখএর মৃত্যু।

১৯১৪ পদার্থ বিজ্ঞানী ও রসায়নবিদ যোসেফ উইলসন সোয়ানএর মৃত্যু।

১৯১৯ জালিওয়ানওয়ালা বাগের হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমস ফোর্ডকে চিঠি দেন।

১৯২৭ বৈমানিক চার্লস লিন্ডবার্গ একাকী বিমান চালিয়ে বিশ্বে প্রথম আটলন্টিক মহাসাগর পাড়ি দেওয়ার জন্য যাত্রা শুরু করেন।

১৯৩০ স্পেনীয় কথাসাহিত্যিক গাব্রিয়েল মিরোর মৃত্যু।

১৯৩২ খ্যাতনামা সাহিত্যিক ও মানবতাবাদী রমাঁ রল্যাঁ ও অঁরি বারব্যুস যৌথভাবে আন্তর্জাতিক যুদ্ধবিরোধী সমাবেশ আহবান করেন।

১৯৫২ ইউরোপীয় প্রতিরক্ষা গোষ্ঠী গঠিত হয়।

১৯৫৭ ভারতে কপিরাইট বিল পাশ হয়।

১৯৬৪ ভারতের প্রথম প্রধান মন্ত্রী জওহরলাল নেহেরুর মৃত্যু।

১৯৭২ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সল্ট১ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৭৪ চিত্রকর ও ভাস্কর সুধীররঞ্জন খাস্তগীরএর মৃত্যু।

১৯৮১ হাঙ্গেরীয় কবি ইয়ানোস পিলিনঝকির মৃত্যু।

১৯৮৪ সাহিত্যিক ও শিক্ষাবিদ সুনীলকুমার মুখোপাধ্যায়ের মৃত্যু।

১৯৮৬ পশ্চিম বাংলার তিনতিনবার মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের মৃত্যু।

১৯৮৭ নোবেলজয়ী (১৯৪৬) মার্কিন রসায়নবিদ জন হাওয়ার্ড নরট্রোপএর মৃত্যু।

১৯৮৯ বার্মার সামরিক শাসকগোষ্ঠী দেশের নাম পরিবর্তন করে দ্য ইউনিয়ন অব মায়ানমার রাখে এবং রেঙ্গুনের নাম পালটে রাখে ইয়াঙ্গুন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে বন্দর ও চসিকের একসঙ্গে কাজ করার অঙ্গীকার
পরবর্তী নিবন্ধসুধীররঞ্জন খাস্তগীর : লেখক ও চিত্রশিল্পী