১২০৪ চতুর্থ ক্রুসেডের বাহিনী কনস্তানতিনোপল (ইস্তাম্বুল) দখল করে নেয়।
১৬০৬ ইংল্যান্ড প্রথম ইউনিয়ন জ্যাক (পতাকা) আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।
১৬৮৪ ইতালীয় ভায়োলিন প্রস্তুতকারক নিক্কোলো আমাতি–র মৃত্যু।
১৭৪৮ ইংরেজ স্থপতি ও উদ্যানবিদ ইউলিয়াম কেন্ট–এর মৃত্যু।
১৭৮২ ইতালীয় কবি ও নাট্যকার পিয়েত্রো আন্তোনিও মেতাস্তাজিও–র মৃত্যু।
১৮০১ ইউরিয়ম কেরী ফোর্ট ইউলিয়ম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন।
১৮১৫ ইংরেজ সংগীতস্রষ্টা হেনরি পিয়ারস্নের জন্ম।
১৮১৭ ফরাসি জ্যোতির্বিদ শার্ল মেসিয়ের–এর মৃত্যু।
১৮২২ রামমোহন রায়ের সম্পাদনায় কলকাতার প্রথম ফারসি সাপ্তাহিক পত্রিকা ‘মিরাতুল আখবার’ প্রকাশিত হয়।
১৮২৩ রুশ নাট্যকার আলেকসান্দ্ের অস্ত্রোভস্কির জন্ম।
১৮৬১ আমেরিকার গৃহযুদ্ধের (১৮৬১–১৮৬৫) আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে।
১৮৬৩ নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ (ভট্টাচার্য)-এর জন্ম।
১৮৭২ ফরাসি বিজ্ঞানী জর্জ উরব্যাঁ–র জন্ম।
১৮৮৫ প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসকার রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৯০৮ ফরাসি ভাষাতাত্ত্বিক আঁদ্রে মার্তিনে–র জন্ম।
১৯১২ মার্কিন রেডক্রসের প্রতিষ্ঠাতা ক্লারা বার্টনের মুত্যু।
১৯১৯ রাওলাট আইনের প্রতিবাদে কলকাতা, লাহোর, বোম্বাই ও অমৃতসরে বিক্ষোভ শুরু হয়।
১৯২১ স্কটিশ চিত্রশিল্পী উইলিয়াম স্ট্রাং–এর মৃত্যু।
১৯৪৫ মার্কিন রাষ্ট্রপতি ফ্রাংকলিন রুজভেল্ট–এর মৃত্যু।
১৯৬১ বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন মহাশূন্যে পাড়ি দেন।
১৯৬২ ফরাসি ভাস্কর আতোয়া পেভসাঁর মৃত্যু।
১৯৭৫ সাহিত্যিক ও চলচ্চিত্রকার ফতেহ লোহানীর মৃত্যু।
১৯৮১ বিশ্বের শ্রেষ্ঠ হেভিয়েট মুক্তিযোদ্ধা জো লুই–এর মৃত্যু।
১৯৮১ সাংবাদিক, সাহিত্যিক ও সমাজব্রতী ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু।