এই দিনে

| সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

তিউনিসিয়ার জাতীয় দিবস

খ্রি.পূ. ৪৩ রোমক কবি ওভিদএর জন্ম।

১৩৫১ মুহাম্মদ তুঘলক (দ্বিতীয়)-এর মৃত্যু।

১৬০২ ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।

১৬১৫ মোগল সম্রাট শাহজাহানের প্রথম পুত্র দারাশিকোরর জন্ম।

১৬৮৬ কলকাতার সুতানুটি গ্রামে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলিত হয়।

১৭২৭ বিজ্ঞানী স্যার ইজাক নিউটনএর মৃত্যু।

১৭৪১ ফরাসি ভাস্কর ঝাঁ আঁতোয়ান উদঁর জন্ম।

১৭৭০ জার্মান কবি ইয়োহান হোল্ডারলিনের মৃত্যু।

১৮০০ ইংরেজ চিত্রশিল্পী টমাস ওয়েবস্টারএর জন্ম।

১৮১৫ নেপোলিয়ন পারিতে ফিরে আসেন এবং ফ্রান্সের সাত দিনের দায়িত্ব নেন।

১৮২৮ নরওয়ের বিশিষ্ট নাট্যকার ও কবি হেনরিক ইবসেনএর জন্ম।

১৮৩৫ ফরাসি চিত্রশিল্পী লুই রবেরএর মৃত্যু।

১৮৪২ পূর্ব বাংলার প্রথম এম. . গুরুপ্রসাদ সেনএর জন্ম।

১৮৫২ হেরিয়েট বুচার স্ট্রোর “আঙ্কল টম্‌স্‌ কেবিন’ প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।

১৮৬৩ প্রাচ্যবিদ্যা বিশারদ সিলভ্যাঁ লেভির জন্ম।

১৮৮২ বিজ্ঞানী জুলিয়াস রবার্ট ফন মেয়ারএর মৃত্যু।

১৮৯৪ হাঙ্গেরীয় বিপ্লবী বীর লইওশ কশ্‌উটএর মৃত্যু।

১৯০৪ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সহানুভূতিশীল ইংরেজ মনীষী চার্লস ফ্রিয়র এন্ড্রুজ ভারতে আসেন।

১৯২৬ সাহিত্যিক কাজী ইমদাদুল হকএর মৃত্যু।

১৯২৫ ভারতের প্রথম ভাইসরয় লর্ড জর্জ কার্জনএর মৃত্যু।

১৯২৯ মিরাট ষড়্‌যন্ত্র মামলায় কমিউনিস্টদের গ্রেফতার করা হয়।

১৯৩৩ মিউনিখের কাছে জার্মান নাৎসিরা প্রথম বন্দিশিবির স্থাপন করে।

১৯৩৫ ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।

১৯৪৬ অস্ট্রেলীয় ঔপন্যাসিক হেনরি হ্যান্ডেল রিচার্ডসনএর মৃত্যু।

১৯৫০ বিজ্ঞানী ফ্রিডরিখ উইলিয়াম টোর্টএর মৃত্যু।

১৯৫৩ ব্রাজিলীয় ঔপন্যাসিক গ্রাসিলিয়ানো রামোসএর মৃত্যু।

১৯৫৭ ভাষাবিদ ও বেসিক ইংলিশএর প্রবক্তা চার্লস অগডেনএর মৃত্যু।

১৯৬৪ আইরিশ লেখক ব্রেন্ডান বেহানএর মৃত্যু।

১৯৮২ পশ্চিমবঙ্গ সংগীত আকাদেমি প্রতিষ্ঠিত হয়।

১৯৮৪ অধ্যাপক, গবেষক ও সাহিত্যিক অমূল্যধন মুখোপাধ্যায়ের মৃত্যু।

১৯৯১ বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অমলেন্দু বসুর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধনগরের ধুলো দূষণের উৎসসমূহ বন্ধের উদ্যোগ নিতে হবে
পরবর্তী নিবন্ধকাজী ইমদাদুল হক : শিক্ষাবিদ ও সাহিত্যিক