এই দিনে

| শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

বিশ্বসঞ্চয় দিবস

১৭১২ জার্মান চিত্রশিল্পী ক্রিস্টিয়ান ভিলহেল্‌ম আর্নষ্ট ডিয়েট্রিখ-এর জন্ম।
১৭৪১ সুইস চিত্রশিল্পী মারিয়া আনা আনজেলিকা কাউফমান-এর জন্ম।
১৭৬২ ফরাসি কবি আঁদ্রে শেনিয়ে-র জন্ম।
১৮২৩ যন্ত্রচালিত তাঁতের উদ্ভাবক এডমন্ড কার্টরাইট-এর মৃত্যু।
১৮৪০ ফরাসি ইমপ্রেসনিষ্ট চিত্রকর আলফ্রেড সিস্‌লিও-র জন্ম।
১৮৪২ স্কটিশ কবি অ্যালান কানিংহ্যাম-এর মৃত্যু।
১৮৫৩ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও অনুশীলন সমিতির সভাপতি প্রমথনাথ মিত্রের জন্ম।
১৮৬৪ অষ্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের রাজাদ্বয়ের মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৬৫ প্রথমস্থান অধিকারী প্রথম বাঙালি মহিলা এম বি গ্রাজুয়েট ডাঃ ভার্জিনিয়া মেরী মিত্রের জন্ম।
১৮৭১ ফরাসি কবি পল ভ্যালেরি-র জন্ম।
১৮৭৫ ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা বল্লভভাই প্যাটেল-এর জন্ম।
১৮৮৩ আর্যসমাজ-এর প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী (মূলাশংকর)-এর দেহাবসান।
১৮৮৫ মার্কিন কবি, সমালোচক ও অনুবাদক এজরা পাউন্ডের জন্ম।
১৮৮৭ শিশু সাহিত্যিক সুকুমার রায়-এর জন্ম।
১৮৯৫ নোবেলজয়ী (১৯৩৯) জার্মান ভেষজবিজ্ঞানী গেরহার্ড ডেমোগ-এর জন্ম।
১৯০০ নোবেলজয়ী (১৯৬৭) সুইডিশ শারীরবিদ রাগনার আর্থার গ্রানিট এর জন্ম।
১৯০১ সাহিত্যিক খান মুহাম্মদ মঈনুদ্দীনের জন্ম।
১৯০১ কবি ও প্রাবন্ধিক সুধীন্দ্রনাথ দত্তের জন্ম।
১৯০৯ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বিজ্ঞানী ড. হোমি জাহাঙ্গীর ভাবা-র জন্ম।
১৯১০ বিশ্বের প্রথম নোবেল শান্তি পুরস্কারে ভূষিত (১৯০১) ফরাসি মানবহিতৈষী ও রেডক্রস প্রতিষ্ঠাতা ঝাঁ আাঁরি দুনাঁ-এর মৃত্যু।
১৯১৮ অস্ট্রিয়ায় বিপ্লব সংঘটিত হয়।
১৯১৮ হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সূচনা হয়।
১৯১৮ চেকো োভাকিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯২২ ইতালিতে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন করেন।
১৯২৩ কামাল পাশার [আতাতুর্ক] নেতৃত্বে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯২৮ নোবেলজয়ী (১৯৭৮) মার্কিন জীববিজ্ঞানী ডানিয়েল নাথানস-এর জন্ম।
১৯৩৫ প্রাচ্যবিদ্যা বিশারদ সিলভ্যাঁ লেভি-র মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধঅবকাঠামো উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করতে হবে
পরবর্তী নিবন্ধঔপন্যাসিক কনরাড মাইকেল রিক্টার