এই দিনে

| রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

ইরাকের প্রজাতন্ত্র দিবস

১৭৯০ স্কটিশ রাজনৈতিক অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ-এর মৃত্যু।
১৭৯৬ ফরাসি বিত্রকর জাঁ বাতিস্ত্‌ করো-র জন্ম।
১৭৯০ টমাস সেইন্ট প্রথম সেলাই কলের পেটেন্ট করেন।
১৮২৩ গভর্নর জেনারেল জন অ্যাডাম-এর প্রস্তাব অনুসারে কলকাতার সাধারণ শিক্ষা সমিতি গঠিত হয়।
১৮৫১ ঐতিহাসিক জন লিনার্ড-এর মৃত্যু।
১৮৫৫ পাঠশালার শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে ঈশ্চরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে নার্মাল স্কুল স্থাপিত হয়।
১৮৮৩ খ্যাতনামা হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. দেবেন্দ্রনাথ দে-র জন্ম।
১৮৮৮ নোবেলজয়ী (১৯৬৬) হিব্রু কথাশিল্পী শামুয়েল ইয়োসেফ আগনোন-এর জন্ম।
১৯১২ ফরাসি গণিতজ্ঞ ও পদার্থবিদ ঝুল অঁরি পোয়েকার-এর মৃত্যু।
১৯১৫ নট, নাট্যকার ও নাট্যশিল্পী ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের জন্ম।
১৯২৮ কমিউনিস্ট ইন্টারন্যাশনাল-এর ষষ্ঠ কংগ্রেস শুরু হয়।
১৯২৮ মেক্সিকো রাষ্ট্রপতি পেনারে আলভারো ওবরেগোন আততায়ীর গুলিতে নিহত হন।
১৯৩১ ভারতে পরিসংখ্যান ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।
১৯৩১ কবি, লেখক, বাগ্মী ও রাজনীতিবিদ ইসমাইল হোসেন সিরাজীর মৃত্যু।
১৯৪৩ স্তালিনগ্রাদের যুদ্ধ শুরু।
১৯৪৫ সোভিয়েত ইউনিয়ন,মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের রাষ্ট্রপ্রধানরা পটসডাম সম্মেলনে যোগ দেন।
১৯৪৬ যুগোস্লাভ প্রতিরোধ সংগ্রামী দ্রাঝা মিখাইলোভিচ-এর মৃত্যু।
১৯৪৭ মায়ানমারের স্বাধীনতা সংগ্রামী অং সান নিহত হন।
১৯৪৮ ভারতীয় প্রশাসনিক চাকরিতে মহিলারাও অংশগ্রহণের অধিকার পান।
১৯৫৫ কালিফোর্নিয়ায় ডিজনিল্যান্ড উদ্বোধন করা হয়।
১৯৬৪ দক্ষিণ অস্ট্রেলিয়ার লেক আয়ারে ডোনাল্ড ক্যাম্পবেল নিজের ব্লুবার্ড মোটর কার চালিয়ে ঘণ্টায় ৪২৯.৩ মাইল চালনার রেকর্ড তৈরি করেন।
১৯৭৩ আফগান বাদশাহ জহির শাহ ক্ষমতাচ্যুত হন।
১৯৯২ চলচ্চিত্রাভিনেত্রী ও গায়িকা কাননবালা দেবীর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধনারী-পুরুষের বৈষম্য কমানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ
পরবর্তী নিবন্ধসৈয়দ ইসমাইল হোসেন সিরাজী : মুসলিম পুনর্জাগরণের কবি