এই দিনে

| বুধবার , ২৯ জুন, ২০২২ at ৫:১৩ পূর্বাহ্ণ

১৫৩৩ বৈষ্ণব ধর্মের প্রবর্তক চৈতন্যদেব পুরীর সমুদ্রে নিমজ্জিত হন।
১৬১৩ শেক্সপিয়রের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।
১৭৫৭ লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন।
১৭৯৮ ইতালীয় কবি ও গ্রন্থকার জাকোমো লেওপার্দি-র জন্ম।
১৮৫৮ পানামা খাল নির্মাতা মার্কিন প্রকৌশলী গোথেলস-এর জন্ম।
১৮৬১ কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং-এর মৃত্যু।
১৮৬৩ মার্কিন ঐতিহাসিক জেমস হার্ভে রবিনসন-এর জন্ম।
১৮৬৪ আইনজ্ঞ ও উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম।
১৮৬৮ লন্ডনে প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়।
১৮৭৩ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু।
১৮৮৩ সহজবোধ্য বিজ্ঞান গ্রন্থকার চারুচন্দ্র ভট্টাচার্যের জন্ম।
১৮৯৩ পরিসংখ্যানবিদ ও নৃতাত্ত্বিক প্রশান্তচন্দ্র মহলানবীশের জন্ম।
১৮৯৫ ব্রিটিশ জীববিজ্ঞানী টমাস হেনরি হাঙলি-র মৃত্যু।
১৯০০ ফরাসি লেখক আঁতোয়াঁ দ্য সাঁৎ-এগজুপেরি-র জন্ম।
১৯১৯ ভাষাতাত্ত্বিক কার্ল ব্রার্গমান-এর মৃত্যু।
১৯২৬ নিউজিল্যান্ডের কবি জেমস বাঙটার-এর জন্ম।
১৯৩৯ মনীষী ও অভিধানকার হেনরি স্টুয়ার্ট জোনস-এর মৃত্যু।
১৯৪০ আধুনিকতাবাদী সুইস চিত্রশিল্পী পল ক্লে-র মৃত্যু।
১৯৪১ পোলিশ রাষ্ট্রনেতা ইগনাজ ইয়ান পাদেরেভস্কি-র মৃত্যু।
১৯৬৬ খ্যাতনামা বৌদ্ধ ধর্মবিশারদ দামোদার ধর্মানন্দ কোশাম্বী-র মৃত্যু।
১৯৬৬ মর্কিন রোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে।
১৯৮৬ পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা ত্রয়োদশ বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়।
১৯৯২ আততায়ীর গুলিতে আলজেরিয়ার প্রেসিডেন্ট বোদিয়াফ নিহত।

পূর্ববর্তী নিবন্ধপ্রসবকালীন এবং প্রসব পরবর্তী সেবার ওপর জোর দিতে হবে
পরবর্তী নিবন্ধআবুল হোসেন : শুদ্ধতম কবি