১৪৩০ ইংরেজরা জোয়ান অব আর্ককে গ্রেফতার করে।
১৬২৭ স্পেনীয় কবি গোনগোরা ই আরগটে-র মৃত্যু।
১৭০৭ সুইডিশ উদ্ভিদবিদ ক্যারোলাস লিনেয়্যাস-এর জন্ম।
১৭৩৪ মেসমেরিজম-এর প্রবক্তা জার্মান চিকিৎসক ফ্রান্ৎস্ মেসমের-এর জন্ম।
১৭৯৯ কবি ও রসসাহিত্যিক টমাস হুড-এর জন্ম।
১৮১৮ প্রথম বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়।
১৮৪২ স্পেনীয় কবি হোসে দে এস্প্রোন্থেদা-র মৃত্যু।
১৮৪৮ বিমান চালনার জার্মান পুরোধা অটো লিলিয়েনথাল-এর জন্ম।
১৮৮১ রুমানীয় কবি তুদোর আর্গেজি-র জন্ম।
১৮৮১ জার্মান ইতিহাসকার লিওপোল্ড ভন র্যাংক-এর মৃত্যু।
১৮৯১ নোবেলজয়ী (১৯১১) সুইডিস কবি পার ল্যাগেরক্ভিস্ত্-এর জন্ম।
১৯০৬ নরওয়েজীয় নাট্যকার ও কবি হেনরিক ইবসেন-এর মৃত্যু।
১৯০৮ পদার্থবিদ্যায় দুদুবার যুগ্মভাবে নোবেলজয়ী (১৯৫৬, ১৯৭২) মার্কিন বিজ্ঞানী জন বার্ডিন-এর জন্ম।
১৯২০ এশিয়ার প্রথম কমিউনিস্ট সংগঠন ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
১৯২৪ কবি সানাউল হকের জন্ম।
১৯২৫ নোবেল জয়ী (১৯৫৮) মার্কিন অণুজীব বিজ্ঞানী জোসুয়া লিডারবার্গ-এর জন্ম।
১৯৩০ প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।
১৯৩৭ মার্কিন ধনকুবের ও শিল্পপতি জন ডেভিডসন রকফেলার-এর মৃত্যু।
১৯৪৩ ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেস কলকাতায় শুরু হয়।
১৯৫১ বিশ্বখ্যাত রুশ দাবাড়ণ্ড আনাতোলি কারপভ-এর জন্ম।
১৯৮৩ নোবেলজয়ী (১৯৭৪) বেলজীয় জীববিজ্ঞানী আলবেয়ার ক্লদ-এর মৃত্যু।
১৯৮৩ কুমারী বাচেন্দ্রী পাল নামে প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয় করেন।
১৯৯৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন কারে নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামকে সম্মানপূর্বক ডিগ্রি প্রদান করা হয়।