এই দিনে

| সোমবার , ৮ এপ্রিল, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কাউটস দিবস

১৫১৩ জুয়ান দ্য লেওন ফ্লোরিডা আবিষ্কার করেন।

১৬০৫ স্পেনের রাজা চতুর্থ ফিলিপএর জন্ম।

১৬৩১ ওলন্দাজ চিত্রশিল্পী কর্নেলিস দ্য হিমএর জন্ম।

১৬৯২ ইতালীয় সংগীতস্রষ্টা জুসেপ্পে তারতিনির জন্ম।

১৭৮৩ স্কট উদ্যানবিদ জন ক্লডিয়াস লাউডনএর জন্ম।

১৭৯৪ ফরাসি সমাজবিদ ও আলোকদাতা জাঁ কদরসের মৃত্যু।

১৮৩৫ জার্মান ভাষাবিদ কার্ল ভিল্‌ল্‌ম্‌ েহ্যানবোল্টএর মৃত্যু।

১৮৪৮ ইতালীয় সংগীতস্রষ্টা গিতানো দনিৎসেতির মৃত্যু।

১৮৫৭ সিপাহী বিদ্রোহের অগ্রণী সৈনিক মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়।

১৮৬১ নিরাপদ লিফ্‌ট্‌এর মার্কিন উদ্ভাবক এলিশা গ্রেভ্‌স্‌ ওটিসএর মৃত্যু।

১৮৯৪ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু।

১৮৯৭ বিশ্ব ডাক ইউনিয়নের জার্মান প্রবর্তক হাইনরিখ ভন স্তেফানএর মৃত্যু।

১৯০২ কলকাতায় মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৯১১ রসায়নে নোবেলজয়ী (১৯৬১) মার্কিন বিজ্ঞানী মেলভিন ক্যালভিনএর জন্ম।

১৯৩১ নোবেলজয়ী (১৯৩১) সুইডিশ সাহিত্যিক এরিক কার্লফেল্ট্‌এর মৃত্যু।

১৯৩৪ জাপানি স্থপতি কিশো কুরোকাওয়ার জন্ম।

১৯৪৬ লিগ অব নেশনস্‌এর শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

১৯৭১ বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ শহিদ হন।

১৯৭৩ স্পেনীয় চিত্রশিল্পী পাবলো পিকাসোর মৃত্যু।

১৯৭৬ খ্যাতামা ফুটবলার গোষ্ঠ পালের মৃত্যু।

১৯৮১ বাংলায় বিজ্ঞানচর্চার পথিকৃৎ প্রকৃতিবিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্যের মৃত্যু।

১৯৮৪ নোবেলজয়ী (১৯৭৮) সোভিয়েত পদার্থবিদ পিওতর কাপিৎসার মৃত্যু।

১৯৮৮ পাকিস্তানে সামরিক অস্ত্রভাণ্ডার বিস্ফোরণে শতাধিক নিহত ও অর্ধসহস্র লোক আহত হয়।

১৯৯২ নোবেলজয়ী সুইস ফার্মাকোলজিস্ট ডানিয়েল বভেটএর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধসাইবার অপরাধ দমনে উদ্যোগ নিতে হবে
পরবর্তী নিবন্ধপাবলো পিকাসো : বিংশ শতাব্দীর চিত্রসম্রাট