উৎক্ষেপণ পেছাল বিশ্বের প্রথম ‘থ্রিডি প্রিন্টেড’ রকেটের

| শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

নিজেদের প্রথম রকেট উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছে থ্রিডি প্রিন্টিংয়ে পথ প্রদর্শক কোম্পানি ‘রিলেটিভিটি স্পেস’। গত বুধবার পিছিয়ে যাওয়া এই উৎক্ষেপণ প্রচেষ্টা কোম্পানির উচ্চাভিলাষী উৎপাদন পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। খবর বিডিনিউজের।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরালে অবস্থিত ইউএস স্পেস ফোর্সের ‘এলসি১৬’ লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ হওয়ার কথা ছিল কোম্পানির ‘টেরান ১’ নামে পরিচিত রকেটটির। বুধবার স্থানীয় সময় দুপুর একটা থেকে বিকাল চারটার মধ্যবর্তী সময় রকেট উৎক্ষেপণের একটি ‘লঞ্চ উইন্ডো’ পেয়েছিল রিলেটিভিটি। এর উৎক্ষেপণ দুইবার বিলম্বিত হওয়ার পাশাপাশি এর কাউন্টডাউনও পুনরায় সেট করা হয়। আর প্রথমবার রকেট উৎক্ষেপণের বেলায় সাধারণত এমনটিই ঘটে থাকে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। ফলে, এই উৎক্ষেপণ প্রচেষ্টা ‘বন্ধ করে’ দেয় কোম্পানিটি। এর মানে দাঁড়ায়, রকেটের উৎক্ষেপণ পরবর্তী কোনো দিনের জন্য পিছিয়ে গেছে।

এক টুইটে রিলেটিভিটি’র সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী টিম ইলিস বলেন, কোম্পানির পরবর্তী প্রচেষ্টা চালাতে ‘কয়েক দিন সময় লাগতে পারে’।

বেশকিছু মহাকাশ কোম্পানিই থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহ্যার করছে, যা ‘অ্যাডটিভ ম্যানুফ্যাকচারিং’ নামে পরিচিত।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, গোলা হামলায় নিহত অন্তত ৯