উপহাস নয় ভালোবাসুন

সাহাদাত হোসাইন সাহেদ | সোমবার , ২৭ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

সঙ্গহীন জীবন অর্থ নিরানন্দ ভুবন। তাই সানন্দ বরণে পথ চলি সঙ্গী সাথী ও বড়দের সাথে নিজকে সম্পৃক্ত রেখে। সেই আনন্দ ভুবন আজ মত অমতে ঠাসা। সবই যেন ভরা যৌবনের অমৃত নিশাচর, উপহাসে পার্থিব ঠিকানা। যাঁদের জন্য, যাঁর জন্য বেসামল পথকে পথ মনে করে সময় নির্গৃত করেছি, সম্মান, শ্রদ্ধা ও ভালবাসায় নিজকে সমর্পণ করেছি দিন রাত নিমিষে। তাঁরা এখন আমাদের চোখে দেখে না। বেমালুম অপরিপুরক মন্ত্রে ডাস্টবিন বকসে তুলে রেখেছে অপাংক্তেয় ভেবে। হায়রে বিধাতা! একি তোর বিচার? তাদের কথা বার্তাও লাগামহীন। কলমের খোঁচায় যেন আমি মূল্যহীন অপয়া। নিজের দিকে দৃষ্টি ফিরান। কী আছে আপনার? উপরের ছায়াই তারা হয়ে জ্বলছেন, ভাবছেন। বাতির নিছে অন্ধকার সে মধু মিশ্রিত বাক্যটি মনে রাখবেন-সময়ে কাজে আসবে। বড় গৌরব কীর্তি এই পর্যন্ত দেখা হয়নি। সুতারাং অযথা কটুবাক্য প্রয়োগে ও বিচলিত পন্থা থেকে নিজেকে থামান। প্লীজ উপহাস নয় ভালবাসুন।

পূর্ববর্তী নিবন্ধমানুষের সবটাই নির্ভর করে যার যার মানসিকতার উপর
পরবর্তী নিবন্ধপর্যটকবৃন্দ সমীপে কিছু কথা