উপজেলায় জনসচেতনতায় রেড ক্রিসেন্টের মাইকিং

| সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ৭:৩২ পূর্বাহ্ণ

করোনা ভাইরাস পরিস্থিতির ২য় ঢেউ মোকাবেলায় জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং কার্যক্রম নিয়ে মাঠে রয়েছে রেড ক্রিসেন্ট। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতায় যুব রেড ত্রিসেন্ট, চট্টগ্রামের সহযোগিতায় মিরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাটহাজারী, ফটিকছড়ি, বাঁশখালি, সাতকানিয়া, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী, বোয়ালখালি, চন্দনাইশ উপজেলা পর্যায়ে জনসাধারণকে সচেতন করতে পাঁচ দিনব্যাপী সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান গাজী ইফতেকার হোসেন ইমুর নেতৃত্বে যুব স্বেচ্ছাসেবকরা সচেতনতামূলক বার্তা মাইকিংয়ের মাধ্যমে প্রচার করছে।
মাইকিং কার্যক্রমে জনসাধারণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য, স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরিধান নিশ্চিতকরণ, হাত ধৌত করণ ও সামাজিক দূরত্ব বজায় রাখায় ব্যাপারে উদ্ধুদ্ধকরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সচেতনতামূলক প্রচারণা
পরবর্তী নিবন্ধমোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ শুরু