‘উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে’

চুয়েটে ভার্চুয়াল সেমিনার

| বুধবার , ১৬ জুন, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিচার্স এবং পুরকৌশল বিভাগের যৌথ উদ্যোগে পরিবেশ পুনরুদ্ধার ও চক্রাকার অর্থনীতি নিয়ে ‘এনভায়রনমেন্টাল রেস্টোরেশন টুয়ার্ডস সার্কুলার ইকোনমি’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সাধন কুমার ঘোষ। পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল আলম। মডারেটর হিসেবে ওয়েবিনার পরিচালনা করেন গবেষণা সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারজানা রহমান জুথী। এতে সার্বিক সহযোগিতা করেন সেন্টারের গবেষণা সহকারী অধ্যাপক আরিফ হোসেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর বলেন, পরিবেশের উপর যা ক্ষতি করার তা আমরা ইতোমধ্যে করে ফেলেছি। পরিবেশ এখন আমাদের উপর তার বিরূপ প্রভাব দেখাচ্ছে। আমাদের দেশে বর্তমানে বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। আমাদের খেয়াল রাখতে এসব উন্নয়নের ক্ষেত্রে পরিবেশগত দিকটা যেন সবচেয়ে গুরুত্ব পায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকি ছু জা না কি ছু অ জা না
পরবর্তী নিবন্ধজাতিসত্তা প্রতিষ্ঠায় বাঙালিকে ঐক্যবদ্ধ করেন বঙ্গবন্ধু