উদীচী প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে সাংষ্কৃতিক আন্দোলনের মাধ্যমে জাতিকে উজ্জীবিত করেছেন। উদীচী হচ্ছে এ দেশের গণমানুষের সংগঠন। উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সংসদের অষ্টম জেলা সম্মেলনে অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত শুক্রবার সংগঠনের জেলা সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক সাগর পালের সঞ্চলনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন, চলচ্চিত্র পরিচালক প্রদীপ ঘোষ, কেন্দ্রীয় সংসদের কোষাধ্যক্ষ পারভেজ মাহমুদ, অম্লান চাকমা, প্রধান শিক্ষক রনতোষ মল্লিক।
আলোচনা সভা শেষে সম্মেলন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও উদীচী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে শুক্রবার সকালে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে জেলা উদীচীর সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য দেন, সুকুমার বড়ুয়া, এমজিসান বখতেয়ার, আশীষ কুমার চৌধুরী, অনুজ চৌধুরী, আশীষ বড়ুয়া, সঞ্জীব বড়ুয়া কুশান। কাউন্সিল অধিবেশনে উদীচী রাঙামাটি জেলা সংসদের সাধারণ সম্পাদক বিজয় ধর সাধারণ সম্পাদকের প্রতিবেদন, সহ-সাধারণ সম্পাদক সাগর পাল শোক প্রস্তাব ও কোষাধ্যক্ষ সুজন বড়ুয়া অর্থ রিপোট পেশ করেন।