উত্তরা মোটর্স বাজারে নিয়ে এলো সুজুকি গ্র্যান্ড ভিতারা

| বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

উত্তরা মোটর্স নিয়ে এলো সম্পূর্ণ নতুন সুজুকি গ্র্যান্ড ভিতারা প্রিমিয়াম গাড়ি। যা তার শ্রেণীতে শ্রেষ্ঠত্বের মান স্থাপন করে। দ্যা লিজেন্ড রিটার্নস ট্যাগ লাইনসহ এই গাড়িটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ১১ জুলাই বাজারজাতকরণ শুরু করল সুজুকি শোরুম, উত্তরা সেন্টার, তেজগাঁও, ঢাকায়। উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক।

উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এবং হেড অব বিজনেস প্লানিং নাঈমুর রহমান উন্নত সুজুকি গ্র্যান্ড ভিতারা উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন কর্পোরেট হাউস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, সুজুকি গাড়ির মালিকগণ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

গ্র্যান্ড ভিতারা গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে মতিউর রহমান বলেন, বাংলাদেশে প্রশস্ত এবং বিলাসবহুল গাড়ির চাহিদা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।

সুজুকি গ্র্যান্ড ভিতারা প্রিমিয়াম গাড়িটি স্মার্ট হাইব্রিড প্রযুক্তির ও সুজুকি কে সিরিজ ১৫০০সিসির ইঞ্জিনে সজ্জিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢেউয়ে ধসে গেছে আড়াই কোটি টাকায় নির্মিত সংযোগ সড়ক
পরবর্তী নিবন্ধতথ্যমন্ত্রীর কাছে গণমাধ্যম নিয়ে জানল ইইউ প্রতিনিধি দল