উত্তরাখণ্ডে রিসোর্টে তরুণী খুন, বিজেপি নেতার ছেলে গ্রেপ্তার

| রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৫২ পূর্বাহ্ণ

ভারতের উত্তরাখণ্ডে একটি রিসোর্টে কর্মরত এক তরুণীকে খুনের দায়ে রিসোর্টটির মালিক ও ২ কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার এ তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। রিসোর্টটির মালিক পুলকিত আর্য রাজ্যের প্রভাবশালী বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে। শনিবার একটি খাল থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এ ঘটনা নিয়ে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ তার বাবা বিনোদ ও ভাই অঙ্কিত আর্যকে বিজেপি দল থেকেও বহিষ্কার করেছে। খবর বিডিনিউজের।
বিনোদ প্রতিমন্ত্রীর মর্যাদায় উত্তরাখণ্ডের মাটি কালা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, অঙ্কিত ছিলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বানানো ওবিসি কমিশনের ভাইস চেয়ারম্যান। রাজ্য সরকার দুজনকে তাদের এসব পদ থেকেও সরিয়ে দিয়েছে। আনন্দবাজার জানিয়েছে, নিখোঁজ ওই তরুণী রিসিপশনিস্ট ছিলেন, তাকে খুনের অভিযোগে শুক্রবার পুলকিতসহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলকিত, রিসোর্টটির ব্যবস্থাপক সৌরভ ভাস্কর এবং সহকারী অঙ্কিত গুপ্তর বিরুদ্ধে ওই তরুণীকে খুনের পর খালে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধব্রাদার্স ইউনিয়নকে প্রথম হারের স্বাদ দিল মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধজাতিসংঘে বিপদসঙ্কেত শোনাল জলবায়ু সংকটের ফাঁদে পড়া দেশগুলো