উঠতি বয়সী

অস্মিতা তালুকদার | বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৪:৫৯ পূর্বাহ্ণ

রগরগে যৌবন ঝলমলে তারুণ্য, উত্তাল মন তার একরাশ লাবণ্য। বুঝে বেশি, করে ভুল তবু নেই ক্লান্তি, সিদ্ধান্ত গড়মিল
তবু নেই ক্ষান্তি। পড়াশোনায় নেই মন শুধু গান-বাজনা, মন ভরা ফূর্তি, বিদঘুটে বায়না। চাই সদা নতুনত্ব মন অনুসন্ধিৎসু
বড় বড় ভাবসাব শিশুসুলভ অভ্যাস। বন্ধুদের সখ্য -সদা যেন দক্ষ। প্রেম ভরা মন তার কাজে নেই মন যার-উঠতি বয়েসি
খুঁজে ফিরে প্রেয়সী।

পূর্ববর্তী নিবন্ধঅস্তিত্ববাদী দর্শনের প্রবক্তা সোরেন কিয়ের্কেগার্ড
পরবর্তী নিবন্ধসব জ্বর করোনা নয়; তবুও চিকিৎসা ভোগান্তি