উচ্চশিক্ষার কার্যক্রমকে আরও ডিজিটালাইজেশন করার পরামর্শ

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভিসিদের অভিমত

| রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) আয়োজনে চট্টগ্রামের বে ভিউ এরিয়ায় হোটেল র‌্যাডিসন ব্লুতে গতকাল শনিবার ‘মিট অ্যান্ড গ্রিট’ সিরিজ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বিডিরেন তার সদস্য শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে মতবিনিময় করে এবং ভবিষ্যতে পারষ্পরিক সহযোগিতার আরও নতুন ক্ষেত্র খুঁজে বের করা ও সেগুলো বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে ডিজিটাল ট্রান্সফর্মেশন আনয়নের লক্ষ্যে ইউজিসি, বিডিরেন এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ কীভাবে একযোগে কাজ করতে পারে সেই ত্রিপক্ষীয় কর্মপদ্ধতি প্রণয়নের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান তাঁর বক্তব্যে বর্তমান সময়ে ডিজিটাইজেশনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহকে বিডিরেন এর সহায়তায় আরও বেশি ডিজিটালাইজেশন কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েট উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। পরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি সায়েন্টিফিক সোসাইটির সভা ও পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধঅগ্নিসন্ত্রাসের হুকুমদাতা বিএনপি নেতাদের বিচার আজ জনগণের দাবি : তথ্যমন্ত্রী