উখিয়ায় পাহাড়ি ছড়ার পাড়ে রোহিঙ্গা ইমামের মরদেহ

উখিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

উখিয়ার ক্যাম্প থেকে মৌলভী শামসুল আলম (৩৮) নামে এক রোহিঙ্গার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি ছড়া খালের পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, মৌলভী শামসুল আলম ১৭নং ক্যাম্পের সি ব্লকের সাব ব্লকএইচ/৭৯ এর বাসিন্দা মৃত মিয়া চান এর পুত্র। তিনি ওই ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এইচ৮৮ এর একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর থেকে উক্ত ইমাম নিখোঁজ হন। পরবর্তীতে শনিবার সকালে রোহিঙ্গা ক্যাম্প২০ এর শেষ সীমানায় একটি পাহাড়ি ছড়ার পাড়ে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে কোনো সন্ত্রসী গ্রুপ হত্যা করে তার মরদেহ ফেলে চলে যায়। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কঙবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারাকে ওয়ান সিটি টু টাউনে রূপান্তরে সকলের সহযোগিতা চাই
পরবর্তী নিবন্ধলায়ন জেলা পিডিজি ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন