উখিয়ায় বিপন্ন হনুমান উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর

উখিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ৯:৫৩ পূর্বাহ্ণ

বিপন্ন প্রায় একটি মুখ পোড়া হনুমান উদ্ধার করেছে বনকর্মীরা। গত শুক্রবার বিকেলে উখিয়ার জালিয়াপালং বন বিট এলাকা থেকে আহত অবস্থায় হনুমানটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করেছে বনবিভাগ। জানা গেছে, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়ার ইনানী বন রেঞ্জের জালিয়াপালং বন বিটের সংরক্ষিত বনভূমি থেকে আহত অবস্থায় মুখপোড়া হনুমানটিকে উদ্ধার করা হয়। এসময় বিপন্ন প্রায় হনুমানটি বনের পাশের লোকালয়ে বিচরণের সময় কুকুরের কামড়ে অসুস্থ হয়ে পড়ে। পরে বনায়ন কমিটির সিপিজি সদস্যদের সহায়তায় এ বন্যপ্রাণীটি উদ্ধার করে স্থানীয় বনবিভাগের সদস্যরা।

জালিয়াপালং বন বিট কর্মকর্তা সোহেল হোসাইন জানান, জালিয়াপালং বিটের সংরক্ষিত বন সংলগ্ন এলাকায় কুকুর তাড়া করে হনুমানটিকে কামড়ে আহত করে। সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে গিয়ে বন্যপ্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেটিকে উন্নত চিকিৎসা ও নিরাপত্তার স্বার্থে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালিত করতে হবে
পরবর্তী নিবন্ধসকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে