ঈদে মিলাদুন্নবীর (সা.) আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে হবে

বঞ্চিতদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণে সিটি মেয়র

| শনিবার , ৮ অক্টোবর, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন্নবী (সা.) সহ সকল ঈদের আনন্দ ধনী গরীবের মাঝে ভাগাভাগি করাই মহানবীর (সা.) শিক্ষা। মহানবী হযরত মোহাম্মদ (সা.) সর্বধর্মের মানুষের কল্যাণ করছেন। তাঁরই পথ অনুসরণ করে সর্বধর্মের মানুষের কল্যাণের মাধ্যমে আউলিয়া কেরামগণ বিশ্বব্যাপী ইসলাম প্রচার করেছেন। হিংসা নয়, সংঘাত নয়, কল্যাণের পথ ধরে ‘আমাদের আলোকিত সমাজ’ দেশব্যাপী কাজ করছে তা আমাদের সামাজিক সংগঠনগুলো অনুসরণ যোগ্য বলে মন্তব্য করেন। গতকাল আমাদের আলোকিত সমাজের ঈদে মিলাদুন্নবীর (সা.) বস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে মুরাদপুরস্থ আপন গার্ডেনে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন রাজনীতিক ও কলামিস্ট ড. মুহম্মদ মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম, কাউন্সিলর পুলক খাস্তগীর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ারদী, সংগঠনের ভাইস চেয়ারম্যান মিটুল দাসগুপ্ত, এস.এম ওয়াজেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা কমিটির সভাপতি এডভোকেট শাহরিয়ার তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পলাশ, নজরুল ইসলাম, মো. রাজু, প্রচার সম্পাদক মোহাইমিনুল, জালাল উদ্দীন রুমি, নাছির সরকার, জাহিদুল ইসলাম মিঠু, সোহাগ, আতিক ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং কলেজ ইংলিশ এলামনাই এসোর বৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধবিএনপি নেতা নিপুন রায়ের বিরুদ্ধে জিডি