ঈদে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আঞ্চলিক বিতর্ক

আজাদী ডেস্ক | রবিবার , ১ মে, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র ঈদে জমজমাট আঞ্চলিক বিতর্কের আয়োজন করেছে। যেখানে ছয় জেলার ছয়জন তরুণ ও মেধাবী বিতার্কিক তাদের জেলার শ্রেষ্ঠত্ব প্রমাণে তর্কেযুদ্ধে নেমেছে। এই আঞ্চলিক প্রীতি বিতর্কের বিষয় আমার দেশে, আমিই সেরা। বিতর্কে চট্টগ্রামের হয়ে অংশ নেন সাইফুদ্দীন মুন্না, বরিশালের শারমিন মুস্তারি নাজু, সিলেটের তানভীর আহমেদ সিদ্দিকী, বৃহত্তর কুমিল্লানোয়াখালীর ফারহানা যুঁথী, ঢাকার মোহাম্মদ হাসিব খান ও খুলনার সানজিদা শারমিন মুন্নী। অনুষ্ঠানটির প্রযোজনা করেন শেখ শওকত ইকবাল এবং গ্রন্থনা ও গবেষণায় ছিলেন কাজী আরফাত। নাজমা হকের উপস্থাপনায় বিতর্ক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি সাইফ চৌধুরী। এবছরের ঈদ উল ফিতরের জন্য নির্মিত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ অনুষ্ঠানমালার সাথে এই আঞ্চলিক প্রীতি বিতর্কটি পরিবেশিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবলিউডে থিতু হলেন না কেন, জানালেন জেমস
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে দুবাই গেলেন রুমানা-জাহানারা