বলিউডে থিতু হলেন না কেন, জানালেন জেমস

| রবিবার , ১ মে, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

 

শূন্য দশকে বলিউডের ‘ভিগি ভিগি’, ‘বেবাসি’র মতো গান দিয়ে হিন্দি সংগীতে ঝড় তুলেছিলেন রক তারকা ফারুক মাহফুজ আনাম জেমস; তবে বলিউডে ক্যারিয়ারে ইতি টেনে ঢাকায় ফিরেছিলেন তিনি। বাংলা গানের গণ্ডি পেরিয়ে বলিউডে একের পর এক হিট গানের সুবাদে ভারতীয় গণমাধ্যমের শিরোনামে ওঠে এসেছিলেন তিনি, এর মাঝেই তিনি ঢাকায় ফিরলেন কেনপ্রায় এক দশকেও সেই সমীকরণ মেলাতে পারেননি ভক্তরা। দীর্ঘদিনের নিরবতা ভেঙে শুক্রবার গুলশানের একটি ক্লাবে সাংবাদিকদের সামনে এলেন এ রক তারকা, তাকে নিয়ে জমানো সব প্রশ্নের উত্তর দিলেন তিনি।বলিউডে স্থায়ী না হওয়ার কারণ জানতে চাইলে জেমস বলেন, যদি ওখানে প্রফেশন করতে চাইতাম, তাহলে বাংলাদেশ ছেড়ে ওখানে থাকতে হতো। সেটা আমার পক্ষে সেটা সম্ভব না। খবর বিডিনিউজের।

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্যাংস্টার’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা করেন জেমস; তার গাওয়া ‘ভিগি ভিগি’র গানটি প্রকাশের পর ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের মাঝে আলোড়ন তুলেছিল। একই বছর মোহিত সুরির পরিচালনায় ‘ও লামহে’ চলচ্চিত্রে ‘চল চালে আপনে ঘর’, ২০০৭ সালে অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা মেট্রো’ চলচ্চিত্রে ‘আলভিদা’ ও ২০১৩ সালে ‘ওয়ার্নিং’এ ‘বেবাসি’ গানে কণ্ঠ দেন তিনি। এরপর আর কোনে বলিউডের গানে পাওয়া যায়নি জেমসকে, তিনি এখন হিন্দি গানে না থাকলেও তার গানগুলো এখনও হিন্দি গানের শ্রোতাদের কাছে অমলিন।

বলিউড তারকাদের মধ্যে অনেকেই জেমসের গানের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন, বলিউডের তরুণ অভিনেতা বরুন ধাওয়ান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জেমসের গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি তার সবচেয়ে প্রিয়। পশ্চিমবঙ্গের ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’র সুর এ গানে ব্যবহার করেছেন সুরকার প্রীতম চক্রবর্তী। ‘লিখেছেন গীতিকার মায়ুর পুরী।

অনুরাগ বসু নির্মিত ‘গ্যাংস্টার’ ছবিতে অভিনয় করেছেন ইমরান হাশমি ভিগি ভিগি’, কঙ্গনা রানাউতসহ আরও অনেকে। অ্যালবামের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন জেমস; ২০১৭ সালে সত্ত্বা সিনেমায় ‘তোর প্রেমেতে অন্ধ আমি’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পরবর্তীতে একাধিক বাংলা চলচ্চিত্রের গানে জেমসকে পাওয়া গেলেও প্রায় এক যুগ ধরে কোনো অ্যালবাম কিংবা নগরবাউলের একক গান করেননি তিনি।

২০০৯ সালে ‘কাল যমুনা’ নিয়ে শেষবারের মতো শ্রোতাদের সামনে এসেছিলেন তিনি। বিরতি ভেঙে এবার ‘আই লাভ ইউ’ শিরোনামে একক গান নিয়ে শ্রোতাদের সামনে আসছে চাঁদ রাতে, গানের কথা যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুর ও সংগীত পরিচালনাও করেছেন জেমস। বিরতির কারণ জানতে চাইলে জেমস বলেছেন, এক যুগ হয়ে গেছে, এটা তের বছর কিংবা এগারো বছরও হতে পারত। আশেপাশের বন্ধুবান্ধবরা বলছিল, নতুন গান করা উচিত। তখন পাত্তা দিইনি।

পূর্ববর্তী নিবন্ধ‘আজব কারখানা’য় মেতেছে কলকাতা চলচ্চিত্র উৎসব
পরবর্তী নিবন্ধঈদে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আঞ্চলিক বিতর্ক