ঈদে বাড়ি ফেরা হোক নিরাপদে

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

ঈদ মানে আনন্দ,ঈদ মানেই খুশি, ঈদ মানেই তো উৎসবের আমেজে সারা বেলা ঘুড়ে বেড়ানো। সাথে থাকে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানো। ঈদ আসলেই শহরে থাকা গ্রামের মানুষদের মনে থাকে বাড়ি যাওয়ার এক আনন্দময় চিন্তা। যার মূল উদ্দেশ্য ঈদের আনন্দটা ভাগাভাগি করবে নিজ পরিবারের সাথে। এই বাড়ি যাওয়ার কালে অনেক সময় নিউজের হেডলাইন হয় দুর্ঘটনায় প্রাণ যাওয়ার।

লঞ্চডুবি, সড়ক দুর্ঘটনা ইত্যাদি ঘটনা। তাই বাড়ি যাওয়ার কালে সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। দুর্ঘটনার কবলে ঝরে পড়ে সুন্দর প্রাণগুলো, নেমে আসে পরিবারের উপর শোকের ছায়া। সবার ঈদ যাত্রা সুন্দর, আনন্দময় ও উৎসবময় হোক।

মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম
হালিশহর,
চট্টগ্রাম ।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ নাসির : যাঁর কণ্ঠে চাটগাঁইয়া গানের প্রথম বিশ্বায়ন
পরবর্তী নিবন্ধপ্রসঙ্গ পরিবেশ : প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করছে না কেউ