ঈদের ছুটিতে কর্মস্থলে থাকার নির্দেশ

লকডাউনের সময়সীমা বাড়িয়ে প্রজ্ঞাপন

| বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ৫:১০ পূর্বাহ্ণ

‘লকডাউন’ বা বিধি-নিষেধের মধ্যে ঈদ-উল-ফিতরের ছুটিতে কর্মজীবীদের আবশ্যিকভাবে নিজ কর্মস্থলে অবস্থান করতে নির্দেশনা দিয়েছে সরকার। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধের সময়সীমা বর্ধিতকরণ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় আগের শর্তে আগামী ৫ মে মধ্যরাত থেকে ১৬ মে মধ্যরাত পর্যন্ত এ বিধি-নিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো। খবর বাংলানিউজের।
কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে বলা হয়, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে নিজ কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন। করোনা সংক্রমণ রোধে সবার কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে এর আগেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধনালার পানি নিষ্কাশন বন্ধ দুর্ভোগে লাখো মানুষ
পরবর্তী নিবন্ধমাহে রমজানের সওগাত