ঈদের খুশী বারংবার,
বছর ঘুরে এলো আবার।
ঈদের নামাজ পড়তে যাই,
কোলাকুলিতে মাতি সবাই।
সিয়াম সাধনার রমজান মাস,
পবিত্র কুরআন নাজিলের মাস।
মাহে রমজান শেষে,
ঈদের খুশী অবশেষে।
সারাদিন ঘুরি ফিরি,
সালামি পাই বাড়ি বাড়ি।
মিষ্টি–সেমাই মিষ্ট মুখ,
ঈদ আনন্দ সেরা সুখ।
দুলাল বড়ুয়া | শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ
