ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবখানে

কোহিনুর শাকি | রবিবার , ১ মে, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

প্রতি বারের মতো বছর ঘুরে আবারও ফিরে এল মুসলমানদের সবচেয়ে আনন্দ আর খুশির উৎসব পবিত্র ঈদুল ফিতর, ধনী গরীব ছোট বড় সবাই মিলে ঈদগাহে যায়, মুমিন মুমিনের সাথে বুক মিলাই, ঈদের আমেজ বুকে নিয়ে সাম্যের গান গায়, সকল দুঃখ কষ্ট ভুলে সবার মাঝে যেন জেগে ওঠে প্রাণ। ঈদের খুশি, আনন্দ ছড়িয়ে পড়ে রঙিন রূপের সাজে। নতুন আলোর চাঁদ দেখে মনে যেমন একটা প্রশান্তি বিরাজ করে তেমনি এক মাস সিয়াম সাধনার পর সব মুসলমান ঈদের আনন্দ আর উৎসবে মেতে ওঠে। করোনা কালীন সময়ে যার যতটুকু ক্ষতি হয়েছে সে কষ্ট, দুঃখ ব্যথা, শোক অনেক কাঁদিয়ে গেছে তারপরও মানুষ আশায় বুক বেঁধেছে, এই ঈদকে ঘিরে পছন্দনীয় শপিং করেছে, ইফতার বিলিয়েছে, যাকাত দিয়েছে, একে অপরের সাথে ভাব বিনিময় করতে পেরেছে, সৃষ্টিকতার অপার মহিমায় সব আগের মত সুন্দর, স্বাভাবিক পরিস্থিতি হওয়ায় এবারের ঈদের আনন্দ আর খুশি সবার মাঝে উৎসবে রূপ নিয়েছে। এমনি ভাবে ঈদ যেনো সবাইকে হাসতে শেখায়, ভালোবাসতে শেখায় এটাই সবার প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধঈদ হোক উচ্ছ্বাসের
পরবর্তী নিবন্ধঈদ হোক সমপ্রীতির