নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে এক নারীর পেটে ইয়াবা পাওয়া গেছে। পরে ওই নারী ও তাঁর স্বামীসহ ৩ জনকে আটক করা হয়। এছাড়া পৃথক আরেকটি ঘটনায় আরও এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গত বুধবার সন্ধ্যায় ও রাতে এ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি টাওয়ারের বিপরীতে ফাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসানো হয়। এছাড়া ঘুমধুমের ইয়াহিয়া রাবার বাগান সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে এক মহিলাসহ ৩ জনকে আটক করে পুলিশ। পরে আটককৃতদের মধ্যে মহিলার বমিতে ইয়াবা পাওয়া যায়।
এরপর মহিলা স্বীকারোক্তিতে অপর ২ জনের কাছে ইয়াবা থাকার কথা জানান। পরে আটককৃতদের তল্লাশী চালিয়ে সোয়া ৫ লাখ টাকা মূল্যের ১৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন রেশমা আক্তার (৩৩) ও তাঁর স্বামী মো. হালিম শেখ (৩৭), সালাহ উদ্দিন (২২)।
অপর ঘটনা ঘটেছে গত বুধবার সন্ধ্যায়। পুলিশ জানায়, উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ২২৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভারুখিয়া এলাকার হাকিম মিয়ার ছেলে মো. শাহাজান (৫৬)। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টেকনাফ উখিয়াগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশী কালে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
উপরোক্ত ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।