ইয়াবা বিক্রি করে পেল জাল নোট

নগরীতে দুই রোহিঙ্গাসহ হোটেল ম্যানেজার গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৪:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজার থেকে ইয়াবা বিক্রি করতে চট্টগ্রামে এসেছিলেন দুই রোহিঙ্গা যুবক। ইয়াবা বিক্রি করে টাকা নিয়ে আবার কক্সবাজার ফিরে যাওয়ার জন্য সিনেমা প্যালেস কেসিদে রোড সৌদিয়া পরিবহনের কাউন্টারে টিকিটের টাকা পরিশোধ করতে গিয়ে জানতে পারেন তাদের ইয়াবার খদ্দের সবগুলো জাল টাকা ধরিয়ে দিয়েছেন। এসময় কোতোয়ালী থানা পুলিশকে খবর দেয়া হলে তারা দুই রোহিঙ্গা যুবকসহ তাদের তথ্যের ভিত্তিতে ইয়াবার খদ্দের নগরীর এক আবাসিক হোটেলের ম্যানেজারকেও গ্রেপ্তার করে পুুলিশ।
গত রোববার রাতে সিনেমা প্যালেস ও ডবলমুরিং থানার নাজিরপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ওসমান (৩২), সৈয়দ আলম ওরফে ফরহাদ (৩৪) ও রায়হান উদ্দিন (২৫)। তাদের মধ্যে ওসমান ও ফরহাদ কক্সবাজারের কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। আর রায়হান উদ্দিন নাজিরপুল এলাকার নিউ হলিডে হোটেলের ব্যবস্থাপক, তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। এই ব্যাপারে কোতোয়ালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা রবিবার সিনেমা প্যালেস কেসিদে রোড সৌদিয়া পরিবহনের কাউন্টারের ভিতর থেকে ওসমান ও মো. সৈয়দ আলম নামে ২ রোহিঙ্গাকে গ্রেপ্তার করি। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে রায়হান উদ্দিন নামে আরো একজন গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকেও ৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে দুই রোহিঙ্গা যুবক ওসমান ও ফরহাদ সিনেমা প্যালেস এলাকায় সৌদিয়া বাস কাউন্টারে বাসের টিকেট কিনতে যান। তারা টিকিটের জন্য যে টাকা দিয়েছেন সব গুলোই জাল টাকা। জাল টাকা দেওয়ায় তাদের আটকে রেখে কোতোয়ালী থানায় খবর দেয়া হয়। পুলিশে এসে তাদের তল্লাশি করে দুই জনের কাছে ছয়টি করে করে মোট ১২টি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। দুই রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ২০ জুলাই চট্টগ্রামে এসেছিলেন ইয়াবা নিয়ে। তারা নগরীর নাজিরপুলের নিউ হলিডে হোটেলে অবস্থান করে হোটেলের ম্যানেজার রায়হানের মাধ্যমে ইয়াবা সেগুলো বিক্রি করে করে। আর ইয়াবার ক্রেতারাই তাদের দিয়েছেন সব গুলোই জাল টাকা। পুলিশ দুই রোহিঙ্গা যুবককে নিয়ে নিউ হলিডে হোটেলে অভিযান চালিয়ে রায়হানকে আটক করে-তার রুমে অভিযান চালিয়ে সেখানেও ছয়টি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকার থেকে ছুঁড়ে ফেলা হলো পুটলিতে বাঁধা নবজাতক
পরবর্তী নিবন্ধটেকনাফে ২২ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার