ইয়াছিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকা থেকে একাধিক মামলার আসামি মোহাম্মদ ইউসুফকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। গত শনিবার বিকেল সাড়ে ৩টায় তাকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার চতরা এলাকার আব্দুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ইউসুফ আকবর শাহ ইয়াছিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নগরীর হিলভিউ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি লম্বা চাকু।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবীর বলেন, ইউসুফের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি অস্ত্র মামলা এবং একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। আজ (রোববার) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজমাইন ট্রেড স্বত্বাধিকারীর জামিন না মঞ্জুর
পরবর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা