অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, একমাত্র ইসলামই নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদায় ভূষিত করেছে। নারী হচ্ছে মাতৃত্বের গর্বিত দাবিদার। যে কারণে নারীর পদতলে তাঁর সন্তানের বেহেশত নির্ধারণ করে নারীকে সম্মানিত করা হয়েছে। আবার অপরদিকে পিতা ও স্বামী উভয়ের সম্পত্তির অংশীদারত্ব দিয়ে নারীকে করেছে মহীয়ান। এছাড়াও ইসলামে নারীর ন্যায্য অধিকারসহ জান–মালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি গতকাল শুক্রবার
আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের উদ্যোগে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ২ দিন ব্যাপী পবিত্র দরসুল কোরআন মাহফিলের ১ম দিবসের মহিলা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিনের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জসিম উদ্দিন এতে সভাপতিত্ব করেন। বিষয় ভিত্তিক দরস পেশ করেন, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, নাছির উদ্দিন আল বারী, অধ্যক্ষ আল্লামা জানে আলম নেজামী, মাওলানা কাজী শফিউল আযম
আলকাদেরী, মাওলানা সানাউল্লাহ শিবলী নোমানী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী। প্রস্তুতি কমিটির সচিব মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন–আল্লামা নাছেরুল হক চিশতি, আল্লামা ছালেহ আহমদ আনসারী, মুহম্মদ রফিক কোম্পানী, অধ্যক্ষ এম ইব্রাহীম
আখতারী। বক্তব্য দেন, রাখেন– আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিনের বোর্ড অব ট্রাস্টিজের সচিব স ম হামেদ হোসাই, আহ্বায়ক এইচ এম মুজিবুল হক শাকুর, খান এ সবুর, অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, জাকের আহমদ সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ মুছা, মোহাম্মদ আবু ওসমান, মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, অধ্যক্ষ কাজী আবু ছালেহ, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা ওয়াহেদ মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।