ইসলামী ফ্রন্ট মহানগর উত্তরের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদের ইসলামী ফ্রন্ট মহানগর উত্তরের উদ্যোগে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আব্দুন নবী আলকাদেরীর সভাপতিত্বে ও নাছির উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। এসময় বক্তারা বলেন, দেশে পণ্যের আকস্মিক ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বহু কারণ রয়েছে। মজুতদাররা অধিক মুনাফা লাভের আশায় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু নীতিমালার অভাবেও বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়। আসন্ন মাহে রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
এতে বক্তব্য রাখেন কাজী মহিউদ্দিন, মো. শাহজাহান, জামাল উদ্দিন খোকন, মোহাম্মদ ইসমাইল হোসাইন, আনোয়ার পারভেজ সিকদার, মুহাম্মদ আব্দুর রহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়তুশ শরফ মানবসেবা ও সমাজ সংস্কারে কাজ করছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত