ইসলামী জ্ঞান-জিজ্ঞাসা

| শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:২২ পূর্বাহ্ণ

[ইসলাম সম্পর্কিত পাঠকের প্রশ্নাবলি ও নানা জিজ্ঞাসার উত্তর দিচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী)’র অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভি। আগ্রহীদের বিভাগের নাম উল্লেখ করে নিচের ইমেলে প্রশ্ন পাঠাতে অনুরোধ জানানো হচ্ছে।
Email : azadieditorial@gmail.com

মুহাম্মদ আবদুল করিম
বিপনী বিতান, চট্টগ্রাম।
প্রশ্ন: কোনো ওজর ছাড়া বসে নামায পড়া জায়েজ কি না? শরীয়তের সমাধান জানতে চাই।
উত্তর: কোন ওজর ছাড়া ফরজ নামায, বিতর, দু’ঈদের নামায, ফজরের দু’রাকাত সুন্নাত নামায বসে আদায় করলে আদায় হবে না। (দুররুল মুখতার, রদ্দুল মুখতার)
তবে নফল নামাযের ক্ষেত্রে দাঁড়িয়ে পড়ার সক্ষমতা থাকা সত্বেও বসে পড়া জায়েজ আছে। দাড়িয়ে পড়া উত্তম। “জাওয়াহেরুল ফিক্‌হ” “শারিরীক শক্তি থাকাবস্থায় নফল নামায দাঁড়িয়ে পড়া উত্তম। (বাহারে শরীয়ত, ১ম খন্ড, পৃ: ২৯৯, আনোয়ারে শরীয়ত, পৃ: ৫০)
ফাতওয়া আলমগীরিতে আছে, “ফরজ ও বিতর নামায দাঁডিয়ে পড়া ফরজ।” (ফাতওয়া আলমগীরি)
হাদীস শরীফে এরশাদ হয়েছে, “দাঁড়িয়ে নামায পড়া সর্বোত্তম। বসে আদায়কারী ব্যক্তি দাঁড়িয়ে আদায়কারীর অর্ধেক সওয়াব পাবে। (সহীহ বুখারী, হাদীস নং: ১১১৬)

পূর্ববর্তী নিবন্ধআমাদের আত্মজ
পরবর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা