ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে হজ প্রাক-নিবন্ধন সেবা কেন্দ্র চালু

| সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও প্রধান কার্যালয়ে হজ প্রাকনিবন্ধন সেবা কেন্দ্র চালু করা হয়েছে। গতকাল দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম হজ প্রাকনিবন্ধন ও নিবন্ধন সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। গতকাল থেকে এই সেবা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। খবর বাসসের। এই কেন্দ্রে হজ প্রাকনিবন্ধন ও নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে।

হজ প্রাকনিবন্ধন ও নিবন্ধন সেবা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওয়ে ফাউন্ডেশনের উপপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ (মোবাইল নম্বর০১৫৫০৬৮৭০২২, ০১৭১৬২০৯৯১৫), ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওয়ে সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান (মোবাইল নম্বর০১৫৫০৬৮৭০৬৪, ০১৬৮৪০১৯১৬০) এবং বায়তুল মোকাররম কার্যালয়ে (৩য় তলা) ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান সরকারের (মোবাইল নম্বর০১৭৫৮৪০৬৮৮৩) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ট্রাকচাপায় মা ও মেয়ের মৃত্যু
পরবর্তী নিবন্ধছুরিকাঘাতে পিতার মৃত্যুর ১৫ দিন পর চিকিৎসাধীন ছেলের মৃত্যু