ইসমাইল-শিরিনই দ্রুততম মানব-মানবী

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৭:৫০ পূর্বাহ্ণ

জাতীয় অ্যাথলেটিক্সে তারাই ছিলেন বাংলাদেশের দ্রুততম মানব-মানবী। এবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসেও ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন সেই মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। তাদেরকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারেননি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শনিবার পুরুষ বিভাগের ১০০ মিটারে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল। এ ইভেন্টে নৌবাহিনীর আব্দুল রউফ (১০ দশমিক ৬০ সেকেন্ড) রূপা ও বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম (১০ দশমিক ৭০ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন। গত বছর চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে হওয়া জাতীয় অ্যাথলেটিক্সে ইসমাইল ১০ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন। এবার সেটাকে ছাপিয়ে যেতে না পারার কারণ হিসেবে করোনাকালীন সময়ে অনুশীলনের ঘাটতির কথাই বলেন তিনি। ‘করোনার কারণে নিয়মিত অনুশীলন করতে পারি না। মাঝেমাঝে মাঠে আসতে পারি; মাঝেমাঝে পারি না। রুটিন কাজ থাকে। করোনা মহামারী শেষ হলে আশা করি, আপনারা আমার ভালো একটা টাইমিং দেখতে পাবেন। এখন স্বর্ণপদক পেয়েছি, এটাই শুকরিয়া।’ বলেন ইসমাইল। মেয়েদের বিভাগে ১১ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন শিরিন। এই ইভেন্টে শিরিনের সেনাবাহিনীর সতীর্থ শরীফা খাতুন (১১ দশমিক ৭০ সেকেন্ড) রূপা ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সোনিয়া আক্তার (১২ দশমিক ১০ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন। সবশেষ জাতীয় অ্যাথলেটিক্সের চেয়ে টাইমিং ভালো হয়েছে শিরিনের; চট্টগ্রামে ঘাসের ট্র্যাকে ১২ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধএকাডেমি কাপ ফুটবলের কোয়ার্টারে কালারপোল ও রামু
পরবর্তী নিবন্ধবাংলাদেশ গেমসের জন্য চট্টগ্রাম জেলা রোলার স্কেটিং দল গঠিত