ইসকনকে জঙ্গি বলায় মানহানির মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ জুলাই, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

হিন্দুদের ধর্মীয় সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) জঙ্গি সংগঠন বলায় প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তীর বিরুদ্ধে এবার মানহানির মামলা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রামের সিনিয়র জুডিশিযাল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন ইসকনের সদস্য রুবেল ধর। রুবেল ধরের আইনজীবী রুবেল কুমার দেব অপু আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইসকন একটি ধর্মীয় সংগঠন। এটিকে জঙ্গি বলায় আমার মক্কেলের মানমানি হয়েছে। যেহেতু তিনি ইসকনের সদস্য। তাই আমরা দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় তিনকড়ি চক্রবর্তীর বিরুদ্ধে মামলাটি করেছি। আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং তিনকড়ি চক্রবর্তীর বিরুদ্ধে সমন জারি করেছেন। তিনি আরও জানান, গত ২৬ জুন নগরীর প্রেস ক্লাবে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে ইসকনকে জঙ্গি সংগঠন বলে সম্ভোধন করেন তিনকড়ি চক্রবর্তী। এ ঘটনায় সম্প্রতি তিনিসহ দুইজনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদ এলেই বাড়ে খড়ের চাহিদা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে করোনায় একদিনে ৫ জনের মৃত্যু