ইরানে ট্রেন লাইনচ্যুত নিহত ২১

| বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

ইরানের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬০ যাত্রী আহত হয়েছে। বুধবার ইয়াজদ শহরের দিকে যাওয়ার সময় একটি এ্যাঙেভেটরের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছে আধাস্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফার্স।

বার্তা সংস্থা আইআরএনএ-কে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, তাবাস শহর থেকে রওনা হওয়ার পর ৫০ কিলোমিটার দূরে গিয়ে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। খবর বিডিনিউজের।

দক্ষিণ খোরসান প্রদেশের প্রধান সংকট ব্যবস্থাপনা কর্মকর্তা বার্তা সংস্থাটিকে বলেছেন, পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আছে আর আরও ১২টি পথে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি সংকট, কর্মসপ্তাহ এক দিন কমাচ্ছে পাকিস্তান
পরবর্তী নিবন্ধ‘অনাহারে মৃত্যু হতে পারে লাখো মানুষের’