ইমেইল খুঁজছে তালেবান লক করে দিলো গুগল

| রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৪০ পূর্বাহ্ণ

তালবানদের অনুসন্ধানের মুখে সাবেক আফগান সরকারের অনির্দিষ্ট সংখ্যক ইমেইল অ্যাকাউন্ট লক করে দিয়েছে গুগল। সমপ্রতি এ ব্যাপারে জানিয়েছেন সংশ্লিষ্ট এক সূত্র। তালেবানরা যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের কাছ থেকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলে নেওয়ার পরে শঙ্কা তৈরি হয়েছে বােেয়ামেট্রিক ডেটা ও আফগানিস্তানে বেতনের ডেটাবেজ নিয়েও। অনেকের আশঙ্কা, সেখান থেকে পাওয়া তথ্য ‘শত্রু’ খোঁজার কাজে ব্যবহৃত হতে পারে। এক বিবৃতিতে গুগল জানিয়েছে, তাদের প্রতিষ্ঠান আফগানিস্তানের পরিস্থিতিতে নজর রাখছে এবং ‘সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নিরাপদ করতে সাময়িক ব্যবস্থা নিচ্ছে।’ খবর বিডিনিউজের।
তালেবানরা সাবেক কর্মকর্তাদের দাপ্তরিক ইমেইল হাতে পাওয়ার চেষ্টা করছে বলে রয়টার্সকে জানিয়েছেন আফগানিস্তানের সাবেক এক সরকারি কর্মী। গত মাসের শেষে ওই কর্মীকে তার কর্মরত মন্ত্রণালয়ের সার্ভারে থাকা ডেটা সংরক্ষণের নির্দেশও দিয়েছে তালেবানরা। ‘আমি যদি এটা করি, তাহলে তারা মন্ত্রণালয়ের আগের নেতৃত্বের ডেটায় ও অফিশিয়াল যোগাযোগে প্রবেশাধিকার পেয়ে যাবে।’- বলেছেন ওই কর্মী। সাবেক ওই কর্মী তালেবানের নির্দেশ মানেনি এবং তারপর থেকে লুকিয়ে রয়েছেন। ওই ব্যক্তির সুরক্ষার জন্য তার বা তার মন্ত্রণালয়ের নাম প্রকাশ করেনি রয়টার্স। প্রকাশ্যে থাকা মেইল এঙচেঞ্জার রেকর্ড বলছে, প্রায় দুই ডজন আফগান সরকারি সংস্থা দাপ্তরিক কাজে গুগলের সার্ভার ব্যবহার করতো।

পূর্ববর্তী নিবন্ধমানুষের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি
পরবর্তী নিবন্ধআইফোন স্ক্যান পরিকল্পনা এখনই প্রয়োগ করবে না অ্যাপল