ইমাম হোসাইনের (রা.) শাহাদাতের সিঁড়ি বেয়ে বিশ্বজুড়ে ইসলামের পতাকা উড়ছে

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৭ম দিনে বক্তারা

| রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৭ম দিনে গতকাল শনিবার বিদেশি আলোচক খতিবে লাসানি আল্লামা আকবর ইহসানি (ভারত) বলেছেন, কারবালা ময়দানে দৃশ্যত হযরত ইমাম হোসাইন (রা) দুরাচারি ইয়াজিদিদের হাতে শাহাদাত বরণ করলেও বাস্তবে পতন ও বিনাশ ঘটেছে নৃশংস ইয়াজিদিদের। কারণ সেদিন ইমাম হোসাইন (রা) শাহাদাত বরণ করার মাধ্যমে দ্বীন ইসলামের স্বকীয় মর্যাদাই সমুন্নত করেছেন। হযরত ইমাম হোসাইনের (রা) শাহাদাতের সিঁড়ি বেয়ে আজ বিশ্বজুড়ে ইসলামের ঝান্ডা পত পত করে উড়ছে। কিয়ামত পর্যন্ত উড়তেই থাকবে। শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের আয়োজনে গতকাল সভাপতিত্ব করেন কুতুবদিয়া দরবার শরীফের সাজ্জাদানশিন মাওলানা শাহ আবদুল করিম কুতুবী। প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
প্রধান অতিথি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, কারবালা মানে সত্য ও ন্যায় নীতি প্রতিষ্ঠার সংগ্রাম। হযরত ইমাম হোসাইন (রা) হাসিমুখে জীবন দিয়েছেন, তবুও মিথ্যা, অন্যায় ও ইয়াজিদি জুলুমতন্ত্রের কাছে আপস করেন নি। হযরত ইমাম জয়নুল আবেদিনের মর্যাদা নিয়ে আলোচনা করেন মাওলানা মুহাম্মদ আবদুর রহিম আজহারি। আলোচনা করেন হালিশহর মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিলের প্রভাষক মাওলানা ইউনুচ তৈয়বী। কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন কারী শায়খ আহমদ নায়না (মিশর) ও আহমদ বিন ইউসুফ আল আজহারী। সভাপতির বক্তব্যে পীরজাদা মাওলানা আব্দুল করিম কুতুবী বলেন, হযরত ইমাম হাসান (রা) ও হযরত ইমাম হোসাইন (রা) জান্নাতে যুবকদের সর্দার। প্রিয় নবী (দ) তাঁদের লোবেসেছেন এবং উম্মতকেও ভালোবাসতে নির্দেশনা দিয়েছেন। তাঁদের ভালোবাসাই ঈমানের দাবি। ড. মুহাম্মদ জাফর উল্লাহ ও হাফেজ মাওলানা মুহাম্মদ ছালামত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির ডাইরেক্টর মুহাম্মদ আখতার পারভেজ চৌধুরী, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন আলকাদেরী, শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মোরশেদুল আলম, সৈয়দ মুহাম্মদ আব্দুল লতিফ, কাউন্সিলর এসরারুল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, ব্যারিস্টার আবু সাঈদ মুহাম্মদ কাশেম, রিহ্যাব চট্টগ্রাম প্রেসিডেন্ট আব্দুল কৈয়ুম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম বাড়ায় সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালির স্বপ্নকে স্তব্ধ করে দেয়া হয়েছিল