ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলার পর অধিবেশন স্থগিত

| মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

পাকিস্তানের পার্লামেন্টে অবশেষে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন হয়েছে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ নেতা শাহবাজ শরিফ প্রস্তাব পেশ করেন। সোমবার পার্লামেন্টে এই অনাস্থা প্রস্তাব উত্থাপনের পরই ৩১ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার কাশেম খান সুরি। খবর বিডিনিউজের। এক ঘোষণায় তিনি বলেন, প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হবে ৩১ মার্চ। পার্লামেন্ট অধিবেশন ওইদিন বিকাল ৪ টা পর্যন্ত মুলতবি করা হল। অনাস্থা প্রস্তাবের প্রক্রিয়া সোমবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও ৩১ মার্চেই প্রস্তাবের ভাগ্য নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ। এর আগে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, অনাস্থা প্রস্তাব উত্থাপনের পর ৪ এপ্রিলে এর ওপর ভোটাভুটি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকরিতে পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করল তালেবান
পরবর্তী নিবন্ধআবারও মৃত্যুর হাত থেকে বাঁচলেন জেলেনস্কি!