সরকারি চাকরিতে পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করল তালেবান

| মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

দাড়ি না রাখলে এবং মাথায় টুপি না পরলে চলে যেতে পারে চাকরি। আফগানিস্তানে সরকারি দপ্তরে পুরুষ কর্মীদের উপর এই বাধ্যবাধকতা চাপিয়ে দিয়েছে তালেবান প্রশাসন। নিরাপত্তার খাতিরে তারা তাদের নাম প্রকাশ করতে চাইছেন না। খবর বিডিনিউজের। এই সূত্ররা জানান, আফগানিস্তানের পুণ্যের প্রচার এবং পাপের প্রতিরোধ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সোমবার দেশটির সব সরকারি দপ্তরের প্রধান ফটকে পাহারা দিয়েছে এবং নজর রেখেছে কর্মীরা নতুন নিয়ম ঠিকঠাক মত অনুসরণ করছে কিনা। নতুন নিয়মে কর্মীদের দাড়ি না কামাতে, ঢিলেঢালা আফগানি লম্বা কোর্তা ও পাজামা পরতে এবং মাথায় টুপি বা পাগড়ি বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরগুলোকে সঠিক সময়ে সব কর্মীদের নামাজ আদায়ের ব্যবস্থা করার নির্দেশও জারি হয়েছে। যদি নির্দিষ্ট পোশাক না পরে তবে কর্মীরা কার্যালয়ে ঢুকতে পারবে না, এমনকী তাদের চাকরিচ্যুত করা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭৮.৩৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলার পর অধিবেশন স্থগিত