ইমরানকে হত্যার চক্রান্ত হয়েছে: পাকিস্তানের তথ্যমন্ত্রী

| শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার একটি চক্রান্তের খবর দিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। ইমরানকে সরাতে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাবকে ঘিরে দেশটির রাজনীতিতে চলমান চরম নাটকীয়তার মধ্যে গতকাল শুক্রবার ফাওয়াদ একথা জানান, খবর ডন ডটকমের। খবর বিডিনিউজের। (নিরাপত্তা সংস্থাগুলোর) সেসব প্রতিবেদনের পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে, বলেছেন ফাওয়াদ। ‘দেশ বিক্রি করতে না চাওয়ায়’ ইমরানকে গুপ্তহত্যার চক্রান্ত চলছে বলে কয়েকদিন আগে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফয়সাল ভাবদা অভিযোগ করেছিলেন। এআরআই নিউজের ‘অফ দ্য রেকর্ড’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ভাবদা এ অভিযোগ করেন। রোববার ইসলামাবাদে পিটিআইয়ের এক বিশাল জনসভায় ইমরান তার সরকারকে উৎখাতে ‘বিদেশি ষড়যন্ত্র’ চলছে অভিযোগ করে সমর্থকদের একটি চিঠি দেখিয়েছিলেন এবং সেটিকে তার দাবির সপক্ষে ‘প্রমাণ’ বলে অভিহিত করেন। ওই চিঠি বিষয়েই ভাবদাকে জিজ্ঞেস করা হয়েছিল। তার উত্তরে তিনি প্রধানমন্ত্রীর জীবন হুমকিতে আছে বলে জানান, কিন্তু ইমরানের দেখানো চিঠিতে তাকে হত্যার কথিত চক্রান্তের কোনো উল্লেখ আছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘণ্টাখানেকের ভাষণের পরদিন ফাওয়াদ ফের ওই চক্রান্তের প্রসঙ্গ তুললেন।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে বিয়ের গাড়ি খাদে পড়ে নিহত ৯
পরবর্তী নিবন্ধরাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের হামলা