ইভিএম ব্যবহার করে ক্ষমতা ধরে রাখার পাঁয়তারা করছে সরকার

বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তারা

| শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

বাসদ (মার্কসবাদী), চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মহান নভেম্বর বিপ্লবের ১০৫ তম ও পার্টির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা গতকাল চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন চত্ত্বরে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ছিলেন বাসদ কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা। আরও বক্তব্য রাখেন সভার সভাপতি বাসদ চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক কমরেড মানস নন্দী, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য আসমা আক্তার। সভা পরিচালনা করেন চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ। সভায় বক্তারা বলেন, দেশ এক ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। গত ১৪ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে। ২০১৪ সালে এক তরফা নির্বাচনের পর ২০১৮ সালে নিয়ন্ত্রিত নির্বাচনের রাতের ভোটের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেছে। এবারও আওয়ামী লীগ সরকার অনুগত নির্বাচন কমিশন ও ইভিএম ব্যবহার করে ক্ষমতা ধরে রাখার পাঁয়তারা করছে। বাস্তবে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমূহ পদদলিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিক ব্যবস্থার কবর রচনা করেছে। উন্নয়নের মিথ্যে ফানুস উড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে শাসন দীর্ঘায়িত করতে চাইছে সরকার। সরকার একের পর এক মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের চোখে ধুলো দেয়ার চেষ্টা করছে। বাস্তবে মেগা প্রকল্পগুলো মেগা লুটপাটের প্রকল্প। জনগণের টাকা লুটপাট করে মুষ্টিমেয় লোকের বেড়েছে সম্পদ। সভা শেষে একটি লাল পতাকা মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকতটুকু আছে গৃহের প্রশান্তি?
পরবর্তী নিবন্ধশ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলের মতবিনিময়