ইভিএমে ভোট দিতে কোনো ঝামেলা নেই : মেয়র

| শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার নগরের বহদ্দারহাট মোড়ের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চট্টগ্রাম৮ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

মেয়র বলেন, ইভিএমের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। ইভিএমে ভোট দিতে কোনো ঝামেলা নেই, ধাক্কাধাক্কি নেই। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি সত্যিকারের ভোটার কিনা তা যাচাই করা হচ্ছে। এরপর ভোটার পছন্দের মার্কায় সুন্দরভাবে ভোট দিতে পারছেন। এর থেকে সহজ সিস্টেম আর কি হতে পারে। পৃথিবী এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। আমরা সবসময় পেছনের কথা চিন্তা করি। এখানে ব্যালটের মতো কোন সিল লাগে না, কিছু লাগে না। শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভোট দিলাম। মাত্র ৩০ সেকেন্ড সময় লাগলো।

ভোটের শান্তিপূূর্ণ পরিবেশে সন্তুষ্ট মেয়র বলেন, ভোটের পরিস্থিতি খুব সুন্দর মনে হচ্ছে আমার। এলাকার লোকজন খুব সুশুঙ্খলভাবে নির্বিঘ্নে ভোট প্রয়োগ করছেন। তবে একশ্রেণীর লোক আছে যারা জালভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তারা ইভিএমে ভোটগ্রহণকে বিতর্কিত করতে নানা ষড়যন্ত্র করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট ডিভাইস ব্যবহার করে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে : নওফেল
পরবর্তী নিবন্ধজিয়া নিজে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন : তথ্যমন্ত্রী