ইবিতে কেন্দ্রীয় আইডি কার্ড চাই

| বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। সুপ্রসিদ্ধ এ বিশ্ববিদ্যালয়টি ১৭৫ একর আয়তন জুড়ে বিস্তৃত। কিন্তু দুঃখের বিষয় হলো বিশ্ববিদ্যালয় কর্তৃক আবাসিক হল কার্ড দেয়া হলেও কেন্দ্রীয়ভাবে কোনো আইডি কার্ড দেয়া হয় না। যার জন্য প্রায়ই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। রাস্তাঘাটে বিভিন্ন সমস্যার সম্মুখিন হলে শিক্ষার্থীরা কেন্দ্রীয় আইডি কার্ডের অভাবে নিজেদের পরিচয় সঠিকভাবে প্রদান করতে ঝামেলার শিকার হয়। অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত ইবিতেও কেন্দ্রীয় আইডি কার্ড প্রদান করা এখন সময়ের দাবী। ইবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে, শিক্ষার্থীদের সকল ভোগান্তি দূর করতে অতিদ্রুতই কেন্দ্রীয় আইডি কার্ডের ব্যবস্থা করা হোক।

ফাহিম ফয়সাল

শিক্ষার্থী,

ইসলামী বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধসুশীলকুমার দে : গবেষক ও সাহিত্যিক
পরবর্তী নিবন্ধমা