ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল, ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। এতে বক্তারা সিয়াম সাধনায় উদ্ধুদ্ধ হয়ে দুস্থদের জাকাত প্রদান করার জন্য আহ্বান জানান।

লায়ন্স ক্লাব অব চিটাগং : মানুষের মতো মানুষ হতে পারলেই জীবনের স্বার্থকতা। টাকাপয়সা, স্বাস্থ্যসৌন্দর্য্য, যশখ্যাতি, প্রভাবপ্রতিপত্তি সাময়িক অর্জন। কিন্তু, সুশিক্ষা অর্জনই হলো শ্রেষ্ঠতম অর্জন, যা কখনো ছেড়ে যায় না। বাংলাদেশ মহিলা সমিতি শিশুসদনে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন এম সোহেল খান এ কথা বলেন। লিও এমরান খান মেহেদীর সঞ্চালনায় এবং লায়ন্স ক্লাব অব চিটাগংএর প্রেসিডেন্ট লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে নন্দনকাননস্থ বাওয়া শিশুসদনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন বাবুল কান্তি লালা, সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, ট্রেজারার লায়ন বাসুদেব সিনহা এবং শিশুসদনের তত্ত্বাবধায়ক মাওলানা মোহাম্মদ আবদুল কাদের। অংশগ্রহণ করেন লিও অদিতি বড়ুয়া, লিও রাহুল লালা জয়, লিও শেখ মুনতাসির মামুন, লিও নাজমুল হাসান, লিও মাহমুদুন্নবী রানা, লিও এনামুল হক, লিও সারওয়ার আলম সায়েম, লিও আল মাহমুদ সাকিব, লিও মারিয়া দিলশাদ, লিও সীমান্ত বড়ুয়া, লিও সিয়াম উল্লাহ্‌, লিও রাজেশ লালা, লিও বিজয় প্রমুখ।

অ্যাডভোকেট মো. কবির চৌধুরী স্মৃতি সংসদ : অ্যাডভোকেট মো. কবির চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ৬ এপ্রিল আদালত ভবনস্থ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. ফৌজুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দীন পারভেজের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, সাংবাদিক জাহিদুল করিম কচি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ শাহনওয়াজ, ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম, অ্যাডভোকেট মো. কফিল উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট মো. মফিজুল হক ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন, মো. নুরুল আমিন, মো. কাজী সালাউদ্দীন, ডা. মো. ইসা চৌধুরী।

চট্টগ্রাম মডেল মাদরাসা : নগরীর বায়েজিদস্থ চট্টগ্রাম মডেল মাদ্‌রাসার ব্যবস্থাপনায় মাদরাসার হল রুমে ইফতার মাহফিল মাদ্‌রাসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং মাদরাসার প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ আবদুর রাজ্জাকের সঞ্চালনায় গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম হারুনুর রশিদ। উদ্বোধক ছিলেন বিএম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এস এম ইকবাল বাহার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন হাফেজ আবু ছালেহ মুহাম্মদ সফওয়ান নুরী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ সৈয়্যদুল হক সৈয়্যদ, কাযী মুহাম্মদ রোকনুজ্জমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ হারুনুর রশিদ, মুহাম্মদ মাহাবুব, ব্যবসায়ী মুহাম্মদ আবু তৈয়্যব। বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক মুহাম্মদ রুহুল আমিন, হাফেজ মুহাম্মদ ইমরান, মুহাম্মদ রিয়াদ প্রমুখ।

মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম : মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিল হালিশহরস্থ কার্যালয় মীরসরাই ভবনে অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি কালু কুমার দে। সাধারণ সম্পাদক এস. এম. আবুল হোসেনের উপস্থাপনায় মহফিল পরিচালনা করেন মাও.এবিএম কাজী মহিব উল্যাহ। উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা মো. জসিম উদ্দিন, উপদেষ্টা প্রফেসর ডা. গোফরানুল হক, অ্যাড.আবদুল মান্নান, অ্যাড. মুজিবুর রহমান ফারুখ, শাহ আলম নিপু, তাহের আহমদ, মাহফুজুল হক মনি, চবির প্রোভিসি প্রফেসর বেনু কুমার দে, এসোসিয়েশন কর্মকর্তা এস এম মহিউদ্দিন, মো. ইউনুছ ভূইয়া, ইসমাইল নিজামী সবুজ, তৌহিদ উদ দৌজা ভূইয়া, এ জেড এম সাইফুল টুটুল, বেলায়েত হোসেন, মানিক রতন শর্মা, মেহেদী হাসান চৌধুরী, নুরুল ইসলাম ইরান, তাওসিফ ইমরাজ শিহান, সাবের আহমদ নিজামী,এস এম নিজাম উদ্দিন হারুন, মো. আইয়ুব আলী, এহছানুল আজিম লিটন, এড. এমরান উদ্দিন স্বপন প্রমুখ।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম : জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগরের ইফতার ও দোয়া মাহফিল গত শনিবার নাসিরাবাদস্থ বায়তুল ফালাহ্‌ জামে মসজিদে সম্পন্ন হয়। মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আবু তাহের। মোহাম্মদ আজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রজন্মের মহানগর আহবায়ক মো. সাহাব উদ্দীন হাসান বাবু। বিশেষ অতিথি ছিলেন রেজাউর রহমান রেজা, হাজী মো. বেলাল মিয়া, সাইফুল ইসলাম, অ্যাডভোকেট এস.এম. আজিজ। উপস্থিত ছিলেন সোহাগ খান, ইসমাইল হোসেন নিশান, সাইফুল ইসলাম, হামিদুল হক, মুজিবুর রহমান, মো. নিজাম উদ্দিন খোকন, মো. সুমন মিয়া, মোহাম্মদ শাহজাহান, মুনির হোসেন, মামুন, শাহাদাত হোসেন রাজীব, আবদুল হক, গিয়াস উদ্দিন, আল আমিন, কাজী মাহমুদ রেজা, আবদুল ওয়াহাব রুবেল, আরাফাত বিন আব্বাস, আবদুল কাদের ,মাওলানা মোহাম্মদ শরীফ।

আনোয়ারা : আনোয়ারা উপজেলায় প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি। তার পক্ষে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল গফফার, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাতী লীগের সহ সভাপতি আজিজুল হক আজিজ, উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দীন, কফিল উদ্দিন প্রমুখ।

মহানগর যুবলীগ : চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মনোয়ারউল আলম চৌধুরী নোবেলের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চতুর্থ দিনের মতো গতকাল ৫০০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উত্তর কাট্টলী ওয়ার্ডে বাদে আছর এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা মনোয়ারউল আলম চৌধুরী নোবেল। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন সাইফুল, মো. কামাল উদ্দিন পুতুল, মোহাম্মদ সৈয়দ, সাইফুর রহমান রাজু, আবু তৈয়ব, তারেক সিদ্দিকী, আজাদ, তৌহিদ, গোলাম রাব্বানী রাফি, আকবর প্রমুখ।

দোহাজারী উচ্চ বিদ্যালয় : চন্দনাইশ প্রতিনিধি জানান, দোহাজারী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে ইফতার ও প্রয়াত শিক্ষকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত শুক্রবার দোহাজারীস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও ছাত্রছাত্রী পরিষদের সভাপতি বশির উদ্দিন খান মুরাদ। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। প্রধান আলোচক ছিলেন ড. এসএম আবু জাকের। পরিষদের সাধারণ সম্পাদক এম. ফয়েজ আহমদ টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজসেবক নজরুল ইসলাম খান, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী প্রেসক্লাব সভাপতি এমএ রাজ্জাক রাজ, জামাল উদ্দীন, শাহ আলম, প্রধান শিক্ষক জাফর, আহমদ, যুবলীগ নেতা এম. লোকমান হাকিম, মনছুর আলী ফয়সাল প্রমুখ।

কাউন্সিলর নিছার আহমেদ মন্‌জু : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার আহমেদ মন্‌জু গতকাল বিকেলে চট্টগ্রাম শহরের ১০০ জন বাকশ্রবন প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, চট্টগ্রাম খেলোয়াড় সমিতির আপ্যায়ন সম্পাদক একরাম, সদস্য মো. ইকবাল, মো. রাশেদ, আওয়ামী লীগ নেতা হারুন অর রসিদ, এম এ রোকন উদ্দিন চৌধুরীসহ খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ।

উষখাইনিয়া নুরীয়া দরবার শরীফ : আশেকানে পাক পঞ্জাতন আখতার রজা সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে বদর দিবসের আলোচনা এবং ইফতার মাহফিল গত রোববার পূর্ব নাসিরাবাদস্থ উষখাইনিয়া নুরীয়া বিষু দরবার শরীফে অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন মাওলানা জাহেদুল ইসলাম আল কাদেরী, মাওলানা মনসুর, মাওলানা আমজাদ হোসেন নুরী, মাওলানা আরিফ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মাওলানা মাইনুদ্দিন নুরী আল কোরাইশি। শেষে দেশ এবং মুসলিম মিল্লাতের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন বিভাগ : বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের ইফতার মাহফিল বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন চবি আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর এবিএম আবু নোমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউছুফ চৌধুরী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিঞা, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার। বিভাগের শিক্ষক মো. রিদোয়ানুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষক আমিনুল হক সিদ্দীকি, সিদরাতুল মুনতাহা তৃণা, মো. তৌহিদুল ইসলাম জিহাদী প্রমুখ।

নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ : নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আকবরের ব্যবস্থাপনায় নাসিরাবাদ ওয়ার্ডের একটি কমিউনিউ সেন্টারে দুস্থদের মাঝে গত ১০ এপ্রিল ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বক্তব্য রাখেন চট্টগ্রাম৮ আসনের নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ।

উত্তর কাট্টলী জোহরাজমির হেফজ ও এতিমখানা : উত্তর কাট্টলী জোহরাজমির হেফজ ও এতিমখানায় এতিমদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, বিশেষ অতিথি ছিলেন উপ সহকারী প্রকৌশলী রোকন উদ্দিন, মো. শফি, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. হারুন উর রশীদ, সাইদুর রহমান পুতুল, আবু সুফিয়ান, মো. রোকন উদ্দিন চৌধুরী, ইমন, রাজু, রানা প্রমুখ।

আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন : আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের পক্‌ষক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদের মিয়ার পক্ষ থেকে দরিদ্র ও অসচ্ছল মানুষের মাঝে সেহেরী ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দীন, নজরুল ইসলাম আকবর, মোশাররফ হোসেন লিটন, কামরুল ইসলাম, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ করিম, .কে.এম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জামশেদুর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ সাজেদ প্রমুখ।

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা : শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন পরিচালিত ফটিকছড়ির আজিমনগরে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার নিবাসী ছাত্রদের মাঝে গত ১০ এপ্রিল ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং শেখ মুজিবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারি সমাজসেবা অফিসার আমিন উল্লাহ, ফরিদ উদ্দিন মাহমুদ, এম মাকসুদুর রহমান চৌধুরী, শওকত হোসাইন, প্রফেসর আবু মোহাম্মদ, জসীম উদ্দিন জিকু, হাফেজ আবুল কালাম, মাওলানা মুজিবুল হক, শাফায়াত হোসাইন, আব্দুল মান্নান, জিয়া উদ্দিন প্রমুখ।

তনজিমুল মোছলেমীন এতিমখানা : হযরত শাহ আমানত দরগাহ সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানার উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ঈদের পোশাক সামগ্রী বিতরণ এতিমখানার সভাপতি ডক্টর আল্লামা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এতিমখানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব)কাজী নাজিমুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাবেক লায়ন গভর্নর রফিক আহমদ, ব্যাংকার সোহেল আমান, মোহাম্মদ আসিফুল হক চৌধুরী, অধ্যক্ষ আবুল কাশেম, শাহী নেওয়াজ, অধ্যক্ষ আফতাব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আশরাফ উদ্দিন, অভিজিৎ সাহা, যোবায়ের আলম ও আল্লামা শাহ মোহাম্মদ কুতুবউদ্দিন ( রহ.), ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ছলাহ উদ্দিন বেলাল। এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এতিমখানার সাধারণ সম্পাদক অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দিন হেজাযী। বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা নইম কাদের, হামিদ হোসাইন, জাহাঙ্গীর কবির জিকু, মোহাম্মদ সালাউদ্দিন, মাস্টার বেলাল, এসএম জামাল উদ্দিন, অ্যাডভোকেট জসিম উদ্দিন, লায়ন জানে আলম, অসিফ ইকবাল, ইমরান সোহেল, ফারুক ও মুহাম্মদ ওমর ফারুক সজীব প্রমুখ।

রাউজান শেখ ফাউন্ডেশন : রাউজান প্রতিনিধি জানান, রাউজানের শেখ ফাউন্ডেশনের পক্ষে পাঁচ শতাধিক দুস্থ পরিবারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখ পাড়া থেকে গত ৮ এপ্রিল এসব উপহার দেয়া হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী শেখ নবী এলাকার ৩৫০ পরিবারকে প্রতি পরিবারের জন্য এক বস্তা চাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সাথে নগদ টাকা লুঙ্গি বিতরণ করে। দেয়া হয় ইমাম মোয়াজ্জিনদেরকেও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া। জি এম হাছান নয়নের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দোস্ত মোহাম্মদ খান, নুরুন নবী, মোহাম্মদ ইলিয়াস তালুকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাংলা বর্ষবরণে ওয়েল পার্ক রেসিডেন্সের বিশেষ আয়োজন
পরবর্তী নিবন্ধরাঙামাটি দক্ষিণ কালিন্দীপুর-হ্যাচারী সংযোগ সেতু উদ্বোধন