ইপিজেডে অপহরণ, নিয়ে যায় মিয়ানমার

এক নারীকে গ্রেপ্তারের পর কৌশলে উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড এলাকা থেকে অপহৃত যুবক মো. তারেক হোসেনকে (২১) মিয়ানমার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হামিদা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার ওই যুবককে দেশে ফিরিয়ে আনা হয়।

জানা গেছে, গত ২২ মে সকাল ৯টায় নগরীর ইপিজেড থানাধীন বিথী লাইব্রেরি বিল্ডিং সংলগ্ন নিউমুরিং রাস্তার মুখ থেকে মো. তারেক হোসেন অপহৃত হন। গত ২৫ মে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ইপিজেড থানায় মামলা দায়ের করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় কঙবাজার জেলার টেকনাফ থানাধীন হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ আলীর ডেইল নামক এলাকা থেকে হামিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। হামিদাকে রিমান্ডে এনে সুকৌশলে তাকে দিয়ে যোগাযোগের মাধ্যমে মিয়ানমার থেকে অপহৃত ভিকটিমকে বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, আমরা ৪ জুন আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে নিই। পরে সুকৌশলে তাকে দিয়ে যোগাযোগের মাধ্যমে মিয়ানমার থেকে অপহৃত ভিকটিমকে সোমবার বাংলাদেশে আনার ব্যবস্থা করি। ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আসামিকে রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৌভাগ্যের দুয়ার খুলছে বঙ্গোপসাগর
পরবর্তী নিবন্ধবাস্তবতা বিবর্জিত, প্রতারণামূলক, লোক দেখানো বাজেট