ইনসানিয়াত বিপ্লব বোয়ালখালী উপজেলা শাখার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশস্টুডেন্টস ফ্রন্ট, বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের উপজেলা কার্যালয়ে এসএসসি২০২৪ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে স্টুডেন্ট সমাবেশ এবং সালাতু সালাম মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক আরিফুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা শেখ নঈমউদ্দীন এবং ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এবং সংগঠনের আমেরিকা শাখার সভাপতি জাকের আহসান। এছাড়াও বোয়ালখালী উপজেলার যুগ্ম আহবায়ক জানে আলম বাচ্চু, বেলাল উদ্দীন রোকন ও কুতুব উদ্দীনসহ স্টুডেন্ট ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সত্যমুখী আদর্শ মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মিথ্যাঅন্যায়জুলুমঅবিচারপাশবতার ধারাকে উৎখাত করে সত্যন্যায়সুবিচারমানবতাঅধিকারের রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্‌হা তথা খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগৃহহীন মানুষের গৃহনির্মাণে নিষ্ঠার নির্মাণ সামগ্রী হস্তান্তর
পরবর্তী নিবন্ধচুয়েটে আন্ত-বিশ্ববিদ্যালয় ওয়ার্কশপ সম্পন্ন