ইত্যাদিতে দেড় শতাধিক নৃত্য শিল্পীর ‘ত্রিমাত্রিক’ নৃত্য

| শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

রোজার ঈদে ইত্যাদির বিশেষ পর্বে নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আর নিপা নিয়ে আসছেন ‘ত্রিমাত্রিক নৃত্য’, তাতে অংশ নিচ্ছেন দেড় শতাধিক নাচের শিল্পী। ইত্যাদির নির্মাণ প্রতিষ্ঠান ‘ফাগুন অডিও ভিশন’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ইত্যাদিই একমাত্র অনুষ্ঠান যেখানে নাচের প্রচলিত ধারার বাইরে বিষয়ভিত্তিক নাচ করা হয়। এবারের নাচে ব্যাপক আয়োজনে তুলে ধরা হয়েছে তিনটি ধারাকে। খবরবিডিনিউজের।

 

তাই এটিকে বলা যায় একটি ত্রিমাত্রিক নৃত্য। ইত্যাদির বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের পরদিন নাচের অনুষ্ঠানের সুরসংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। হানিফ সংকেত পরিচালিত এবং তার উপস্থাপনায় প্রতিবারের মত এবারও ইত্যাদির বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের পরদিন। বিটিভি ও বিটিভি

ওয়ার্ল্ডে’র ঈদ অনুষ্ঠানমালায় দেখানো হবে ওই পর্ব। ফাগুন অডিও ভিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইত্যাদির নাচ মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। প্রতিবারই চেষ্টা করা হয় নাচের মিউজিক, বিষয়, চিত্রায়নে বৈচিত্র্য আনতে। এবারও সেই চেষ্টাটি রয়েছে।

ইত্যাদির বরাবরের চেষ্টা নাচের মিউজিক, বিষয়, চিত্রায়নে বৈচিত্র্য তৈরি করা ইত্যাদিতে প্রতিটি নাচের জন্য নতুন মিউজিক করা হয়। বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মিউজিক করা হয় বলে দর্শকরাও পান নতুনত্বের স্বাদ। এছাড়া পরিবেশনায়ও থাকে বৈচিত্র্য।

ফাগুন অডিও ভিশন জানিয়েছে, শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার পরিচালনায় এই নৃত্যে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মূর্ত হয়ে ওঠা উৎসবআনন্দের রূপ ফুটিয়ে তোলা হয়েছে। নিয়মিত মহড়ায় শিল্পীরা ‘অক্লান্ত’ পরিশ্রম করছেন জানিয়ে ফাগুন অডিও ভিশন বলেছে, শিবলীনিপা জুটি ছাড়াও অন্যান্য নৃত্যশিল্পীরাও দুর্দান্ত কাজ করেছে। এ ধরনের নতুন নতুন বিষয়ে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত।

পূর্ববর্তী নিবন্ধইসলাম ধর্ম গ্রহণের খবর জানালেন ভিভিয়ান
পরবর্তী নিবন্ধটানা দ্বিতীয় জয়ে রেলিগেশন থেকে রক্ষা নিমতলা লায়ন্সের