ইতিহাস কথা বলে

শরণংকর বড়ুয়া | শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

শৈশবের সোনালী দিনগুলো, বেশ ভালো আনন্দে কেটেছিল। চাহিদা ছিল খুব সীমিত, মাটিতে শুয়ে শুয়ে স্বপ্নের জাল বুনতাম, স্বপ্ন দেখতাম, তবে স্বপ্ন বড় করে দেখতাম। স্বপ্ন দেখে না এমন কোন মানুষ নেই। মানুষ মৃত্যুর মুহূর্তেও স্বপ্ন দেখে। জীবনে অনেক ধরনের ভাঙন আসবে। স্বপ্ন মানুষের দৃঢ়তাকে বহুদূর নিয়ে যেতে পারে। এত কিছু দেখার সুযোগ হয়নি। বিজ্ঞানের আধুনিকয়ন, প্রযুক্তি মানুষের পরিবর্তন। দেশ, গ্রাম, সমাজ আজ আলোকায়ন সবই হাতের নাগালে, কিন্তু সুখ! ভালোবাসা ও আন্তরিকতা যান্ত্রিকতায় কালো গ্রাসে স্তদ্ধ মানব সভ্যতা। হিংসা প্রতিহিংসা রন্দ্রে রন্দ্রে, ধর্মের নামে অধর্ম কাঁদা ছোড়াছুড়ি। দেশ গ্রাম ইতিহাস বিকৃতি হিড়িক মানসিকতায় হীন প্রবণতা। আজ সমাজ উদ্বিগ্ন, খুবই প্রশ্নবিদ্ধ। আমরা প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি। ভুলে ভরা অসংখ্য ইতিহাস, তথ্য। আগামীতে বিবাদে জড়ানো সূত্র। ইতিহাস একটি দেশের কর্ণধার। ইতিহাস ঐতিহ্যের ঐতিহাসিক দলিল। ইতিহাসের পাতা বদল করা যায় না। ইতিহাস বারবারই ফিরে আসে সে কথাই সত্য প্রমানিত। ইতিহাস প্রতিশোধ নেয়, ইতিহাস সত্যকে তুলে ধরে। ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাহক। আমাদের আছে ইতিহাস গর্বের। ইতিহাস বিকৃতিকারীরা ক্ষমা অযোগ্য। যদি সম্ভব হয় সত্যকে সত্য বল, দেশ গ্রাম আজীবন মনে রাখবে। পাখিরা কখনো সীমানা বোঝে না আকাশের মেঘের মত। আমরা কেন তাদের মত হবো, এখনই সময়-সচেতন হওয়া। লেখক : সংগঠক

পূর্ববর্তী নিবন্ধমা কে যেভাবে দেখেছি
পরবর্তী নিবন্ধভালোবাসাময় হোক প্রতিটি সম্পর্ক