ভালোবাসাময় হোক প্রতিটি সম্পর্ক

রুপনা দাশ | শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

‘ভালোবাসা’ পবিত্র একটা অনুভূতির নাম। মানুষের জীবনের দুর্লভ প্রাপ্তি যা কোন ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় না। অথচ বাস্তবতা আর ব্যস্ততার চাপে আমরা অনেক সময় অযত্নে অবহেলায় কত সহজেই এই অনুভূতিটা হারিয়ে ফেলি। ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস। ব্যক্তি জীবন আর সামাজিক মাধ্যমগুলোতে এই ভালবাসা নিয়ে কত তোলপাড়! আলোর কত ছড়াছড়ি! আমার কাছে মনে হয় বছরের একটা দিন এত বেশি চর্চার থেকে সারাবছর ভালোবাসার একটু একটু যত্ন খুব বেশি জরুরি। এর জন্য কোন ১৪ ফেব্রুয়ারি, কোন দামী উপহার বা কোন আড়ম্বরের প্রয়োজন পড়ে না। সঠিক পরিচর্যার অভাবে সবুজ গাছও ধূসর হয়ে একসময় মরে যায়, সম্পর্কটাও ঠিক তা-ই। সেটা স্বামী-স্ত্রী হোক, মা বাবা সন্তানের মধ্যে হোক আর ভাই বোন এর মধ্যে হোক অথবা প্রেমিক প্রেমিকা, বন্ধু…। সম্পর্কের প্রতিটা ক্ষেত্রেই ভালোবাসার যত্নের খুব প্রয়োজন। হ্যাঁ এটা ঠিক যে বিচ্ছিন্ন কিছু কারণ বা ঘটনা অবশ্যই ঘটে। তবে বেশিরভাগ সম্পর্কই শুধুমাত্র দায়িত্ব কর্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর অধিকাংশ সম্পর্কের মৃত্যু হয় ভালোবাসার অযত্নে। একজনের নীল পছন্দ তো অন্যজনের লাল পছন্দ হতেই পারে। নিজের নীলটাকে ভালোবাসার পাশাপাশি অপরজনের লালটাকেও সম্মান করা যায়। এই বোধটুকু আমরা উপেক্ষা করি বলেই সম্পর্কগুলো অনেক সময় অসহায় হয়ে পড়ে। আমরা যদি আমাদের পরস্পরের ছোট ছোট ভালোলাগা, ছোট ছোট অনুভূতিগুলোর প্রতি যত্নবান হই, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকি তাহলে সম্পর্কের এত টানাপোড়েন তৈরি হয় না। যত্ন, ভরসা, শ্রদ্ধা যে ভালোবাসায় থাকে সে ভালোবাসা কখনও মরে না, সে সম্পর্কও কখনও ম্লান হয় না। ভালোবাসাময় হোক প্রতিটি সম্পর্ক। লেখক : সাহিত্যকর্মী

পূর্ববর্তী নিবন্ধইতিহাস কথা বলে
পরবর্তী নিবন্ধআলোকিত মানুষ তৈরির সফল কারিগর